দিনহাটা: বিজেপি ও তৃণমূলের মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটার ২ নম্বর ব্লকের সালমারা অঞ্চল। এলাকায় বোমাবাজির অভিযোগ বিজেপির। অভিযোগের তির শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। সূত্রের খবর, এদিন দিনহাটার শালমারা বাজারে বিজেপির একটি মিছিল ছিল। একইসঙ্গে বিজেপির মিছিলের মধ্যেই আবার এলাকায় মিছিল করে তৃণমূল। দুটি মিছিল মুখোমুখি হতেই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
দুই দলের কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে। স্লোগান, পাল্টা স্লোগানে তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপির অভিযোগ, এলাকায় পরপর চারটি বোমা মেরেছে তৃণমূলের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আটকে দেওয়া হয় বিজেপির মিছিল। বর্তমানে এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে।
ঘটনায় এলাকার বিজেপি নেতা অজয় রায় বলছেন, “ওদের মিছিলে মাত্র ৩০ থেকে ৪০টা লোক ছিল। আমাদের মিছিল আটকাতেই আচমকা ওরা মিছিল শুরু করে দিয়েছিল। পরে দেখা যায় তিন রাউন্ড গুলি ও দুটি বোমা ছুড়েছে। যদিও সেগুলি কারও গায়ে লাগেনি। আমাদের কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে ওরা পালিয়ে যায়। তারপরই পুলিশ আসে। আমরা আগামীকাল পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাব। আসলে পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই এটা তারই প্রমাণ। কোচবিহারে ওদের পায়ের তলার মাটিই নেই। তাই ভাবছে এসব করে মানুষকে ভয় দেখিয়ে ভোট বৈতরণী পার করবে। তবে কোচবিহারে বিজেপি অনেক শক্তিশালী। তাই এসব করে ওরা আমাদের রুখতে পারবে না। লোকসভা ভোটে আমরাই জিতব।”