কোচবিহার: দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক (TMC MLA) উদয়ন গুহের (Udayan Guha) বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিল বিজেপি (BJP)। অভিযোগ, সোশ্যাল মিডিয়া ও প্রকাশ্য জনসভা থেকে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছেন তিনি।
উল্লেখ্য, ত্রিপুরায় তৃণমূল নেতাদের ওপর বিজেপি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েক দিনের ব্যবধানে ফের বিজেপি শাসিত পড়শি রাজ্যে তৃণমূল নেতাদের আক্রমণের ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে রবিবার হেদার হাটের জনসভা থেকে উদয়ন বলেন “বিজেপির পতাকা হাতে আপনাদের দেখলে আমাদের নেতাকর্মীরা আক্রমণ করলে তার জন্য তৃণমূল দায়ী থাকবে না। তাই সাবধান হয়ে যান।” এর আগেও সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা কর্মী এবং তৃণমূলের বিরোধী গোষ্ঠীকেও তিনি বারবার প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এই প্রেক্ষিতে দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহের বিরুদ্ধে জেলার থানায় থানায় অভিযোগ জানাতে চলেছে বিজেপি। সোমবার কোচবিহারে দলের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনই জানিয়েছেন বিজেপির জেলা সভানেত্রী তথা বিধায়ক মালতি রাভা। সম্প্রতি ত্রিপুরায় তৃণমূল নেতৃত্বের উপরে আক্রমণের ঘটনার পর দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বিভিন্ন দলীয় সভায় ও স্যোসাল মিডিয়ায় বিজেপি কর্মীদের টানা হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। ওই হুমকির বিরুদ্ধে বিজেপি নেতৃত্ব এর আগেই সরব হয়েছিলেন। এবার তাঁরা জেলার বিভিন্ন থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির জেলা সভানেত্রী বলেন, “উদয়ন গুহ তাঁদের বিভিন্ন সভায় বিজেপি কর্মীদের অনবরত হুমকি দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই দিনহাটার বহু জায়গায় বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে। মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। এই অবস্থায় যেভাবে উদয়নবাবু হুমকি দিয়ে যাচ্ছেন, তাতে বিজেপি কর্মীরা ফের আক্রান্ত হতে পারেন। তখন কিন্তু বিজেপি কর্মীরাও ছেড়ে কথা বলবে না। আমরাও হাতে চুড়ি পরে বসে নেই। এই অবস্থায় পুলিশের উচিত ছিল নিজেরাই মামলা করে উদয়ন গুহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সেটা যখন হয়নি, তাই কোচবিহার জেলার সমস্ত থানায় উদয়ন গুহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে বিজেপি কর্মীরা।”
বিজেপির থানায় থানায় অভিযোগ করার সিদ্ধান্তে কোচবিহারে ফের রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে রাজনৈতিক মহল। এদিকে এই ঘটনায় এখনও উদয়নবাবুর কোনও প্রতিক্রিয়া মেলেনি। আরও পড়ুন: একুশে ফেরাননি ওঁরা, ‘কৃতজ্ঞতা স্বীকারে’ আজ জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী