দিনহাটা: বিজেপির কর্মিসভায় ভাঙচুর ও বোমাবাজির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটায়। বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ফেলার অভিযোগ উঠেছে, এমনকি বন্দুক বের করা হয়েছিল বলেও অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শাসক দলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপিই এলাকায় গোলমাল পাকানোর চেষ্টা করছিল, সেটা সাধারণ মানুষ ভাল ভাবে নেয়নি।
কোচবিহারের দিনহাটার ২ নম্বর ব্লকের রানিরহাট এলাকার ঘটনা। সোমবার বিজেপির একটি কর্মিসভা চলাকালীন এই ঘটনা ঘটে। বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, রানিরহাট এলাকায় বিজেপির কর্মিসভা করার জন্য প্যান্ডেল তৈরি করা হয়েছিল। সেই কর্মিসভার প্যান্ডেলে একদল দুষ্কৃতী ভাঙচুর চালায়। চলে বোমাবাজিও। ফলে কর্মিসভা কার্যত ভেস্তে যায়। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা বিধায়ক উদয়ন গুহ বলেন, ‘ওই এলাকায় গোলমাল পাকানোর চেষ্টা করছিল বিজেপি। এলাকার মানুষ সেটা আর পছন্দ করছে না। এলাকার বাসিন্দারা প্রতিরোধ করেছে।’
এ দিকে, বিজেপি সরাসরি অভিযোগ জানিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু এই অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন। কার্যকর্তাদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাজ বসু জানান, সোমবার বিজেপির মণ্ডলের সভা ছিল। সাজানোও হয়ে গিয়েছিল সভা। এরপরই কেউ বা কারা হামলা চালায় বলে অভিযোগ তাঁর। বোমা ফেলা হয়, বন্দুক বের করা হয় বলে দাবি তাঁর। তবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি যদি একজোট হয়, তাহলে সবাই পালিয়ে যাবে। তিনি বলেন, ‘ওরা দিনহাটা দখল করেছে। তাই বিজেপি আর চুপ করে বসে থাকবে না।’
স্থানীয় আর এক বিজেপি নেতা অজয় রায়ের দাবি, ঠিক মত ভোট হলে তৃণমূল একটা পঞ্চায়েতও জিততে পারবে না। তাই এ ভাবে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলে বার্তা দিয়েছেন তিনি।