Cooch Behar: প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, স্কুলে বিক্ষোভ

Suman Kalyan Bhadra | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 05, 2024 | 4:11 PM

Cooch Behar: প্রথম বর্ষের স্কুল পড়ুয়াকে যৌন-নিগ্রহের অভিযোগ ঘিরে মঙ্গলবার তুমুল উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের একটি স্কুল চত্বরে। জানা গিয়েছে, স্কুলেই প্রথম শ্রেণির ওই পডুয়াকে কাছে ডেকে নিগ্রহ করেন শিক্ষক।

Cooch Behar: প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, স্কুলে বিক্ষোভ
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কোচবিহার:  স্কুলের শিক্ষকের বিরুদ্ধে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন-নিগ্রহের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল তুফানগঞ্জের শিকারপুর এলাকা। অভিযোগ, আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিতে বাড়িতেই সালিশি বসিয়েছিলেন প্রধান শিক্ষক। মঙ্গলবার প্রধান শিক্ষক-সহ সকল শিক্ষকদের অফিস রুমে তালাবন্দি করে রেখে দফায় দফায় চলে বিক্ষোভ।

প্রথম বর্ষের স্কুল পড়ুয়াকে যৌন-নিগ্রহের অভিযোগ ঘিরে মঙ্গলবার তুমুল উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের একটি স্কুল চত্বরে। জানা গিয়েছে, স্কুলেই প্রথম শ্রেণির ওই পডুয়াকে কাছে ডেকে নিগ্রহ করেন শিক্ষক। বাড়িতে যাতে কাউকে বিষয়টি সে না জানায়, তার জন্য ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। কিন্তু বাড়িতে এসে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ওই শিশুটি। বাবা-মাকে সব বলে ফেলে সে। এরপরই অভিযুক্ত শিক্ষকের কাছে যান নির্যাতিতার বাবা-মা। অভিযোগ, গোটা বিষয়টি ধামাচাপা দিতে টাকাও অফার করেন অভিযুক্ত শিক্ষক। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি জানাজানি হতেই অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখাতে থাকেন।

শেষ পর্যন্ত তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। নির্যাতিতার পরিবার অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবিতে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

Next Article
Nisith Pramanik: এখনও পর্যন্ত মোট ৬৩ লক্ষ! নিশীথ প্রামাণিকের ‘আপ্ত সহায়ক’ পরিমলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ