নীলেশ্বর স্যানাল
সাম্প্রতিককালে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালগুলির (Hospital) বিরুদ্ধে প্রায়শই চিকিৎসায় গাফিলতি অভিযোগ সামনে এসেছে। চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটেছে ভাঙচুরের ঘটনা। বিতর্কের আবহে রোগীর জটিল অপারেশন করে নজির গড়ল কোচবিহার জেলার মেখলিগঞ্জ সাবডিভিশন হাসপাতাল। অণ্ডকোষের থলিতে ফরনিয়ার গ্যাংরিন। নষ্ট হতে বসেছিল অণ্ডকোষ। সাফল্যের সঙ্গে অপারেশন করে থাইতে অণ্ডকোষ প্রতিস্থাপন করে দিলেন বাংলার এক গণ্ড গ্রামের হাসপাতালের চিকিৎসকরা। এই ধরনের জটিল অস্ত্রোপচারের জন্য উপযুক্ত পরিকাঠামো থাকে না এইসব হাসপাতালে। তারপরও চিকিৎসকরা সফলভাবে অস্ত্রোপচার করলেন। এ দৃশ্য দেখে অনেকেই বলছেন ইচ্ছা থাকলেই হয় উপায়। সুপার স্পেশালিটি নয়, সাধারণ হাসপাতালেও হতে পারে জটিল অস্ত্রোপচার।
কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি সিঞ্জার হাট এলাকার বাসিন্দা বছর ৫১ এর সাহেব হক। মাঠে কাজ করে চলে দিন। সূত্রের খবর, মাস তিনেক আগে তাঁর অণ্ডকোষে সংক্রমণ হয়। দ্বারস্থ হন স্থানীয় চিকিৎসকদের। চিকিৎসকেরা তাঁকে ওষুধও দিচ্ছিলেন। খাচ্ছিলেন সেই ওষুধ। কিন্তু কিছুতেই কমছিল না সংক্রমণ। উল্টে তাঁর অণ্ডকোষের থলিতে গ্যাংরিন হয়ে যায়। এরপর তিনি যান মেখলিগঞ্জ সাবডিভিশন হাসপাতালে। ফের শুরু হয় নানা পরীক্ষা-নিরীক্ষা। রিপোর্ট এলে চোখ কপালে ওঠে চিকিৎসকদের। দেখা যায় অণ্ডকোষের গ্যাংরিন বীভৎস আকার ধারণ করেছে। গ্যাংরিন এতটাই ছড়িয়ে গিয়েছে যে দ্রুত অপারেশন না করলে অণ্ডকোষ দুটি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। হতে পারে প্রাণ সংশয়।
এরপরই চিকিৎসকরা সাফ জানিয়ে দেন, অণ্ডকোষ প্রতিস্থাপন ছাড়া আর কোনও উপায় নেই। পরিস্থিতি খারাপ শুনে সাহেব হকের বাড়ির লোকেরা বিভিন্ন নার্সিং হোমে যোগাযোগ করতে শুরু করেন। কিন্তু, অপারেশনের খরচ শুনে চিন্তা বাড়ে তাঁদের। এরপরই তাঁরা যোগাযোগ করেন মেখলিগঞ্জ হাসপাতালের সুপার ডাক্তার তাপস কুমার দাসের সঙ্গে। বৃহস্পতিবার তিনি সাহেব হককে মেখলিগঞ্জ সাবডিভিশন হাসপাতালে ভর্তি হতে বলেন। শনিবার হয় অপারেশন। তাঁর দুই থাইতে দুই অণ্ডকোষ সফলভাবে প্রতিস্থাপন করে দেন ডাক্তার শিশির বিশ্বাস। তাঁকে যোগ্য সঙ্গত দেন চিকিৎসক তথাগত মণ্ডল সহ অভিজ্ঞ নার্সরা।
হাসপাতালের সুপার তাপস কুমার দাস বলেন, “এই জাতীয় গ্যাংরিনকে ফরনিয়ার গ্যাংরিন বলে। তাঁর অণ্ডকোষের থলি পচে গিয়েছিল। আর কিছুদিন পার হলেই তাঁর অণ্ডকোষেও পচন ধরত। এই অবস্থায় আমাদের হাসপাতালের সার্জেন ডাক্তার শিশির বিশ্বাস তাঁর অপারেশন করে অণ্ডকোষ দুটিকে দুই থাইতে প্রতিস্থাপন করে দেন। এতে আর অণ্ডকোষ নষ্ট হবে না। এ জাতীয় অপারেশন অত্যন্ত জটিল। খরচ সাপেক্ষও বটে। রাজ্যের কোনও মফঃস্বলের হাসপাতালে এই অপারেশন হয়নি। কিন্তু, আমাদের হাসপাতালে হল।” প্রসঙ্গত, নভেম্বর মাসে এই হাসপাতালে এক রোগীর মূত্র থলি থেকে প্রায় ৩০০ গ্রাম ওজনের পাথর বের করে নজির গড়েছিলেন চিকিৎসকেরা।