Public Bus: যাত্রী সেজে চলন্ত বাসে দুষ্কৃতীরা, জিনিসপত্র ছিনতাই, চলল গুলিও

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 01, 2024 | 3:27 PM

Coochbehar: জানা যাচ্ছে, সোমবার সকালে নবদ্বীপ থেকে কোচবিহার আসছিল একটি বাস। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী যাত্রী সেজে বাসে উঠে পড়ে। অভিযোগ, এরপর চালককে লক্ষ্য করে গুলি চালায় তারা। বাসে থাকা যাত্রীদের জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

Public Bus: যাত্রী সেজে চলন্ত বাসে দুষ্কৃতীরা, জিনিসপত্র ছিনতাই, চলল গুলিও
এই বাসেই দুষ্কৃতী তাণ্ডব
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কোচবিহার: চলন্ত বাসে উঠে দুষ্কৃতীদের তাণ্ডব। যাত্রীদের কাছে থাকা মালপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা। শুধু তাই নয়, চালানো হল গুলি। যার জেরে আহত গাড়ির চালক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারে।

 

জানা যাচ্ছে, সোমবার সকালে নবদ্বীপ থেকে কোচবিহার আসছিল একটি বাস। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী যাত্রী সেজে বাসে উঠে পড়ে। অভিযোগ, এরপর চালককে লক্ষ্য করে গুলি চালায় তারা। বাসে থাকা যাত্রীদের জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

আতঙ্কিত এক যাত্রী বলেন, “আমি কোচবিহার যাচ্ছিলাম। ছেলেগুলো হুড়মুড়িয়ে এল। সোজা বন্দুক বের করল। আমি ড্রাইফার সামনেই বসেছিলাম। ওই দেখে শুট করল। আমার কাছে ভোজালি নিয়ে এসে বলল যদি চিৎকার করো এখানেই মেরে দেব। আমি ভয় পেয়ে চুপ করে যাই। এতটাই আতঙ্কে আমরা ছিলাম যে বাসের কয়েকজন বাচ্চা ছেলেও জানালা দিয়ে ঝাঁপ দেয়।” অপরদিকে বাসের খালাসির দাবি, “ওই ছেলেগুলো ড্রাইভারের পিছনে একটি পার্সেল রাখা ছিল। সেইটা নিতেই উঠেছিল। ওদের হাতে ভোজালি ছিল। ঘোকসাডাঙা পেরতেই ওরা নেমে যায় আর পালিয়ে যায়।” এ দিকে, এই ঘটনার পর তদন্তে নেমেছে ঘোকসাডাঙা থানার পুলিশ ।

Next Article