Coochbehar: দুর্নীতির একাধিক অভিযোগ, অপসারিত কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালের MSVP
Coochbehar: ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তনের জন্য চাপ দেওয়া থেকে ছাত্রদের নম্বর বাড়ানো, এই রকম একাধিক অভিযোগ উঠছে এমএসভিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে। আর তাঁর সরব ওই মেডিক্যাল কলেজেরই প্রাক্তন প্রফেসর তনয় মহন্ত।
কোচবিহার: কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদকে সরাল স্বাস্থ্য দফতর। তার জায়গায় নতুন এমএস দিতে হলেন সৌরদীপ রায় ।রাজীব প্রসাদকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে বদলি করা হয়েছে। সম্প্রতি TV9 বাংলায় একের পর এক তাঁর দুর্নীতির খবর প্রকাশ পেয়েছিল। ময়নাতদন্ত থেকে শুরু করে বিশেষ ছাত্রদের পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছিল। অবশেষে রাজ্যের স্বাস্থ্য দফতর তাঁকে এমএসভিপি পদ থেকে সরিয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তনের জন্য চাপ দেওয়া থেকে ছাত্রদের নম্বর বাড়ানো, এই রকম একাধিক অভিযোগ উঠছে এমএসভিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে। আর তাঁর সরব ওই মেডিক্যাল কলেজেরই প্রাক্তন প্রফেসর তনয় মহন্ত। শুধু তাই নয়, এমএসভিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে মুখ খোলায় প্রফেসর তনয় মহন্তকে স্বাস্থ্য ভবন রাতারাতি অন্যত্র বদলি করে দেওয়া হয় বলেও অভিযোগ। এমজেএন মেডিক্যালের সূত্রের খবর, রাজীব প্রসাদ আবার উত্তরবঙ্গ লবিতেও বড় মাথা বলে পরিচিত।
অভিযোগ যখন ওঠে, সে সময় এমএসভিপি রাজীব প্রসাদ বলেন, “এই সবের সঙ্গে কোনও লেনাদেনা নেই আমার। শেষ দু’বছরে আমার মনে হচ্ছে না ওরা কোনওদিন ডেকেছে। সুতরাং, আমি ফেরেন্সিকের লোক হলেও এমএসভিপি-র কাজ বেশি করি। আর ময়না তদন্তের রিপোর্ট পরিবর্তন করা যায় এটা আমার জানা নেই।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)