কোচবিহার: নতুন সেপটিক ট্যাঙ্কে সাটারিং খুলতে গিয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। কোচবিহার জেলার দু’নম্বর ব্লকের পেস্টারঝাড় এলাকায় কালিদাস দেবনাথ নামে এক ব্যক্তির বাড়িতে একটি সেপটিক ট্যাঙ্ক তৈরি করেন। সোমবার সেই ট্যাঙ্কের সাটারিং খুলতে প্রথমে সাটারিং মিস্ত্রি বিজয় সরকার ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করেন। অক্সিজেনের অভাবে সম্ভবত তিনি অসুস্থবোধ করতে থাকেন। তিনি ছটফট করতে থাকেন। এই অবস্থায় আরেক সহকর্মী প্রণব সরকার তৎক্ষণাৎ তাঁকে বাঁচাতে নেমে যান।
প্রণব ধীরে ধীরে ওই ট্যাঙ্কে প্রবেশ করেন। দু’জনে এক সঙ্গে বন্ধ ওই ট্যাঙ্কের ভিতর প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়। দুজনেই অসুস্থ বোধ করতে থাকেন। দীর্ঘক্ষণ সাটারিং মিস্ত্রিরা বাইরে না আসায় বাড়ির লোকের সন্দেহ হয়। সেই বাড়িতে এক ব্যক্তি কোমরের দড়ি নিয়ে ওই ট্যাঙ্কে প্রবেশ করেন তিনি। অসুস্থবোধ করায় তাড়াতাড়ি বাড়ির লোকেরা তাঁকে টেনে তোলেন। ততক্ষণে মৃত্যু ঘটে ওই দুই শ্রমিকের।
এরপর খবর দেওয়া হয় দমকলে। দমকলের কর্মীরা এসে মৃত ওই ২ ব্যক্তির দেহ উদ্ধার করে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।
কী কারণে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। উল্লেখ্য, এই সেপটিক ট্যাঙ্কের ঢোকার রাস্তাটি খুব সরু ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বদ্ধ এই ট্যাঙ্কের মধ্যে অক্সিজেনের অভাব ঘটেছিল। তাতেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে ওই দুই শ্রমিকের। ঘটনার তদন্ত করছে পুলিশ।