দিনহাটা: ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। বিজেপির সভা চলাকালীন হামলা চালানোর অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছছে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। দু’পক্ষের সংঘর্ষে আহত উভয়পক্ষের তিনজন। তাদের ভর্তি করা হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে।
কী ঘটেছে?
শনিবার দুপুরে বিজেপি-র মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের বাড়িতে গেরুয়া শিবিরের বৈঠক ছিল। অভিযোগ, তখনই অতর্কিতে হামলা চালায় তৃণমূলের দলবল বলে দাবি। ছুরি নিয়ে আঘাত করা হয় বিজেপি কর্মীদের উপর। ঘটনাস্থলে চেয়ার এবং কর্মীদের বাইক ভাঙচুরের ঘটনাও ঘটে। এই ঘটনায় আহত হয় ঈশ্বর দেবনাথ ও সংশ্লিষ্ট এলাকার বিজেপির সম্পাদক অর্জুন চক্রবর্তী। অপরদিকে, গুরুতর আহত হয়েছেন তৃণমূলের আমির আলম নামে এক সদস্য।
বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আহত আমির আলম বলেন, “ঝুড়িপাড়া এলাকা দিয়ে আমরা কয়েকজন মিলে আসছিলাম। সেই সময় বিজেপি কর্মীরা আমাদের পথ আটকায়। মারধর শুরু করে।” আহত বিজেপি কর্মী জানান, “আমাদের মিটিং চলছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসর ২৫ থেকে ৩০ জন হার্মাদ বাহিনী বোমা, বন্দুক নিয়ে হামলা চালায়। আমাকেও কোপায়। পুলিশ ছিল নীরব দর্শক। ওর প্ল্যান করে এইসব করেছে। যাতে ওদের উপর কেউ সন্দেহ না করতে পারে সেই কারণে নিজেরাই নিজেদের ক্ষতি করে আমাদের উপর দোষ চাপাচ্ছে।” এ দিকে, এই ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ ।