Udayan Guha: ‘যা খেয়েছেন তার হিসাব বুঝিয়ে দিতে হবে’, দলীয় কর্মীদের হুঁশিয়ারি তৃণমূলের মন্ত্রীর

Suman Kalyan Bhadra | Edited By: অংশুমান গোস্বামী

May 08, 2023 | 10:46 AM

Independent Candidate in Panchayat Election: রবিবার কোচবিহার জেলার দিনহাটার কালিমাটি এলাকায় দলীয় কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক। সেখানে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বার্তা দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন, দল সকলকে প্রার্থী করতে পারবে না। কিন্তু ঘাসফুল শিবিরের টিকিট না পেয়ে ‘যদি কেউ নির্দল হয়ে দাঁড়ান, তাহলে গত পাঁচ বছরে যা খেয়েছেন তার হিসাব দলকে বুঝিয়ে দিতে হবে’।

Udayan Guha: ‘যা খেয়েছেন তার হিসাব বুঝিয়ে দিতে হবে’, দলীয় কর্মীদের হুঁশিয়ারি তৃণমূলের মন্ত্রীর
উদয়ন গুহ বিস্ফোরক মন্তব্য (নিজস্ব চিত্র)

Follow Us

দিনহাটা: ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহর গলায়। রবিবার কোচবিহার জেলার দিনহাটার কালিমাটি এলাকায় দলীয় কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক। সেখানে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বার্তা দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন, দল সকলকে প্রার্থী করতে পারবে না। কিন্তু ঘাসফুল শিবিরের টিকিট না পেয়ে ‘যদি কেউ নির্দল হয়ে দাঁড়ান, তাহলে গত পাঁচ বছরে যা খেয়েছেন তার হিসাব দলকে বুঝিয়ে দিতে হবে’। নির্দল প্রার্থীর ব্যাপারে উদয়নের এই মন্তব্য তৈরি করেছে বিতর্কের। এই বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের ঘুষ খাওয়ার অভিযোগ প্রকারান্তরে স্বীকার করে নেওয়া হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের। পাশাপাশি প্রশ্ন উঠছে, ‘খেয়ে’ যাঁরা তৃণমূলে থাকবেন, তাঁদের দোষ ক্ষমা হয়ে যাবে। কিন্তু নির্দল হলেই কোপে পড়তে হবে?

দিনহাটার কর্মিসভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দলের কর্মীদের উদ্দেশে বলেছেন, “৫ বছর ধরে সুযোগ সুবিধে নিয়েছেন। মানুষ যা সুবিধা পেয়েছে তার থেকে বেশি সুবিধা নিয়েছেন। আর আজ যদি দল টিকিট না দেয় তাহলে নির্দল হয়ে দাঁড়ালে গত ৫ বছর যা যা খেয়েছেন তার হিসাব পার্টির কাছে দিয়ে যেতে হবে। তা না হলে আপনাকে ছাড়া হবে না।” উদয়নের এই হুঁশিয়ারিই জন্ম দিল নতুন বিতর্কের।

এ দিন উদয়ন আরও বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনহাটায় এসেছিলেন রাত কাটাতে নয়। তিনি সব দেখে গিয়েছেন। কাকে প্রার্থী করা হবে তা নিয়ে কোনও বক্তব্য রাখা যাবে না। অভিষেকের রিপোর্ট দেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা তৈরি করবেন। যাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করবেন সেই প্রার্থীকে দলের কর্মীদের জয়ী করার জন্যে ঝাঁপিয়ে পড়তে হবে।”

উদয়নের এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা তথা বিধায়ক মিহির গোস্বামী বলেছেন, “তৃণমূলের সর্বত্র চোরে ভর্তি। এ আর নতুন নয়। নেতাদের কথা কেউ আর এখন শোনেন না  তাই উপায় না দেখে হুমকি দিতে হচ্ছে।”

Next Article