Dinhata: রাখে হরি মারে কে! বালি বোঝাই ডাম্পার উঠতেই জানান দিল ‘অসুস্থ’ ব্রিজ
Dinhata: নদী গর্ভ থেকে বালি তুলে ডাম্পারে তুলে ব্রিজ পেরিয়ে পাচার করে দেওয়া হয় অন্যত্র। কিন্তু যে ব্রিজ দিয়ে এসব চলত, তার অবস্থা অতন্তই জীর্ণ। গ্রামবাসীদের বক্তব্য, ব্রিজ সারানোর জন্য একাধিকবার প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছিল
নীলকমল এলাকা সীমান্ত ঘেঁষা হওয়ায় যোগাযোগের প্রধান পথ সন্ধ্যা ছটার মধ্যে বিএসএফ বন্ধ করে দেন। কিন্তু বিএসএফ যাতায়াত বন্ধ করলেও চলতে থাকে অবৈধ কারবার। রাতের অন্ধকারে ওই ব্রিজ দিয়ে চলে বড় বড় ডাম্পার। আর তাতে করে পাচার হয় বালি।
নদী গর্ভ থেকে বালি তুলে ডাম্পারে তুলে ব্রিজ পেরিয়ে পাচার করে দেওয়া হয় অন্যত্র। কিন্তু যে ব্রিজ দিয়ে এসব চলত, তার অবস্থা অতন্তই জীর্ণ। গ্রামবাসীদের বক্তব্য, ব্রিজ সারানোর জন্য একাধিকবার প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছিল। কিন্তু প্রশাসনের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি ভারী পণ্য যাতায়াতের ওপরেও কোনও নজরদারি চালানো হয়নি।
দুর্বল সেতু দিয়ে রাতের অন্ধকারে বড় বড় বালি বোঝাই ডাম্পার চলাচল নিয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার রাতে একটি ডাম্পার ব্রিজ উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাংশ। বিকট শব্দ শুনতে পেয়ে চলে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ততক্ষণে গাড়ি ফেলেই পালান চালক-খালাসি। ওই ব্রিজ ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলের অনেকটাই অসুবিধে হবে বলে মনে করছে সাধারণ মানুষ।