Cooch Behar: জমি মাপাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ মেখলিগঞ্জে, ভাঙচুর চলল পুলিশের গাড়িতেও, আটক ৫

Suman Kalyan Bhadra | Edited By: জয়দীপ দাস

Feb 27, 2024 | 7:55 PM

Cooch Behar: খবর পাওয়া মাত্রই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসেন মেখলিগঞ্জ থানার পুলিশ। কিন্তু, এরমধ্যেই আরও উত্তেজনা ছড়ায়। অভিযোগ, হঠাৎ করেই শরিফুলের পরিবারের লোকজন সৈয়দের পরিবারের সদস্যদের উপর বাঁশ-লাঠি নিয়ে আক্রমণ করে।

Cooch Behar: জমি মাপাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ মেখলিগঞ্জে, ভাঙচুর চলল পুলিশের গাড়িতেও, আটক ৫
উত্তেজনা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মেখলিগঞ্জ: মেখলিগঞ্জের রানিরহাটে জমির দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ। দুই পরিবারের সংঘর্ষে আহত পাঁচ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েতের কুঠিরবাড়ি এলাকায়। আহত সৈয়দ আলি জানান, সোমবার দুই আমিন সমেত তাঁরা তাঁদের জমি পরিমাপ করতে  যান। অভিযোগ, সেখানে ওই এলাকার স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলামের পরিবারের লোকজন তাঁদের জমি পরিমাপ করতে বাধা দেন। কেড়ে নেওয়া হয় জমি মাপার সরঞ্জাম। তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসেন মেখলিগঞ্জ থানার পুলিশ। কিন্তু, এরমধ্যেই আরও উত্তেজনা ছড়ায়। অভিযোগ, হঠাৎ করেই শরিফুলের পরিবারের লোকজন সৈয়দের পরিবারের সদস্যদের উপর বাঁশ-লাঠি নিয়ে আক্রমণ করে। পুলিশের সামনেই চলতে থাকে হাতাহাতি। 

অভিযোগ, সংঘর্ষের রেশ গিয়ে পরে পুলিশের গাড়িতেও। এই সংঘাতের ফলে, উভয়পক্ষের মোট পাঁচজন আহত হন। ওই এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম পেশায় আমিনের কাজ করেন। অভিযোগ, তিনি এলাকায় অন্য কোনও আমিন দিয়ে কাজ করতে দিতে চাইছেন না। সৈয়দের পরিবারের লোকজন বলছেন, অন্য এলাকার আমিন দেখেই ক্ষোভে ফেটে পড়েন শরিফুল।

ঘটনার পর থেকেই এলাকায় বসেছে পুলিশ পিকেট। চলছে পুলিশি টহল। এখনও থমথমে পরিস্থিতি গোটা এলাকায়। এই ঘটনায় মূল অভিযুক্ত শরিফুল সমেত পাঁচ জনকে আটক করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ। শরিফুলের স্ত্রী নীলিমা বিবি অবশ্য তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর অভিযোগ, সৈয়দের পরিবারের লোকজন তাঁদের ফাঁসানোর চেষ্টা করছে। 

Next Article