AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘শীতলকুচিতে গুলি চালিয়ে হাতের রক্ত মোছেনি, প্রার্থী হয়েছেন’, বিজেপিকে নিশানা মমতার

Mamata Banerjee: কোচবিহারের সভামঞ্চে দাঁড়িয়ে এদিন মমতা বলেন, "ভুলে গিয়েছেন ৫ জনকে গুলি করে মেরেছিল। ৪ জন সংখ্যালঘু ছিলেন আর একজন রাজবংশী। ভোটের মধ্যেই আমি ছুটে এসেছিলাম। আর সে সব যাঁর নির্দেশে হয়েছিল, তাঁকে রাজ্য এখনও ছাড়পত্র দেয়নি। তবে ভারত সরকার তাঁকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে।"

Mamata Banerjee: 'শীতলকুচিতে গুলি চালিয়ে হাতের রক্ত মোছেনি, প্রার্থী হয়েছেন', বিজেপিকে নিশানা মমতার
বিজেপি প্রার্থীকে আক্রমণ মমতারImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 04, 2024 | 6:25 PM
Share

কোচবিহার: ২০২১-এর বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে যা ঘটেছিল, সেটাই এবার প্রাসঙ্গিক হয়ে উঠছে লোকসভা নির্বাচনের আগে। সেই প্রসঙ্গেই বিজেপি প্রার্থীকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিলেন, শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়িয়ে যখন পাঁচজনকে গুলিবিদ্ধ হতে হয়েছিল, তখন সেখানকার এসডিপিও ছিলেন দেবাশিস ধর। আর সেই দেবাশিস ধরই এবার বীরভূমের বিজেপি প্রার্থী। হাতে রক্তের দাগ নিয়ে প্রার্থী হয়েছেন বলে এদিন মন্তব্য করেছেন মমতা। তবে প্রত্যুত্তরে দেবাশিস ধর দাবি করেছেন, তাঁর হাতে রক্তের দাগ নেই, বরং কোনও বড় মাথার নাম বেরিয়ে আসতে পারে।

কোচবিহারের সভামঞ্চে দাঁড়িয়ে এদিন মমতা বলেন, “ভুলে গিয়েছেন ৫ জনকে গুলি করে মেরেছিল। ৪ জন সংখ্যালঘু ছিলেন আর একজন রাজবংশী। ভোটের মধ্যেই আমি ছুটে এসেছিলাম। আর সে সব যাঁর নির্দেশে হয়েছিল, তাঁকে রাজ্য এখনও ছাড়পত্র দেয়নি। তবে ভারত সরকার তাঁকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে।” মমতা আরও বলেন, “শীতলকুচিতে গুলি চালিয়েও হাতের রক্ত মোছেনি। এখন বীরভূমে প্রার্থী হয়েছেন।” বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ওরা কোনও আইন মানে না, সংবিধান মানে না। দলের দালালি করে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।’

এদিকে, বীরভূমে প্রচার চলাকালীন শীতলকুচি-কাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে দেবাশিস ধর বলেন,”আমার হাতে কোনও রক্ত নেই। সিআইডি ঘটনার তদন্ত করছে। আমি দোষী হলে কি এখানে থাকতে পারতাম?” তিনি আরও দাবি করেন, শীতলকুচি-কাণ্ডে রাজ্যের একটি বড় মাথার বিরুদ্ধে এফআইআর আছে। সিবিআই তদন্ত হলেই সেই রহস্য উন্মোচিত হবে।