কোচবিহার : প্রয়াত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা বলতে গিয়ে ফের একবার পদ্মশ্রী প্রসঙ্গ তুলে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, তাঁকে ভারতরত্ন বললেও ভুল হবে না। বুধবার কোচবিহার থেকে ফিরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে যোগ দেওয়ার কথা মমতা। তার আগেই কোচবিহারের সভা থেকে তিনি উল্লেখ করেন, শেষ জীবনে আঘাত পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এ বছর পদ্মশ্রী পুরস্কারের তালিকায় ছিল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম। আর কেন্দ্রের ঘোষিত সেই পুরস্কার প্রত্যাখ্যান করেন তিনি। বুধবার কোচবিহারের সভা থেকে সেই প্রসঙ্গই উল্লেখ করেন মমতা। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হন সঙ্গীতশিল্পী। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
এ দিন কোচবিহারে তাঁর একাধিক কর্মসূচী বাতিল করে ফিরে আসছেন মমতা। তার আগে একটি সভায় যোগ দেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, সন্ধ্যা মুখোপাধ্যায় তাঁর অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। মমতা বলেন, ‘তাঁকে ভারতরত্ন বললেও ভুল হবে না। জীবনে হয়ত কিছুই পাননি। কিন্তু মানুষের যে ভালোবাসা পেয়েছেন, তা একটা পদ্মশ্রী বা হতশ্রীতে হয় না।’ এরপরই ব্যাখ্যা করে মমতা বলেন, ‘পদ্মশ্রী একটা সম্মানের পুরস্কার আর হতশ্রী তার বিপরীত। হতশ্রী আর পদ্মশ্রী এক নয়।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘পদ্মশ্রীর ওপরে অনেকগুলো পুরস্কার আছে।’ সেগুলো জীবনে অনেক দিন আগেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রাপ্য ছিল বলে মনে করেন মমতা। তাঁর কথায়, ‘জীবনের শেষ বয়সে একটা ধাক্কা খেয়েছেন, অসম্মানিত বোধ করেছেন তিনি। আমরা তার জন্য ব্যথিত।’
এ দিন সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা। রাজ্যের সর্বোচ্চ মর্যাদায় গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে গায়িকার। সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের দেহ শায়িত রাখা হয়েছে রবীন্দ্র সদনে। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানাচ্ছেন অনুগামী ও ভক্তরা। বুধবার বিকেলেই কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। তারপর হবে শেষকৃত্য।
উল্লেখ্য, এর আগে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গানের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। তাঁকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে সম্মানিত করতে চেয়েছিল ভারত সরকার। কিন্তু সেই সম্মান নিতে অস্বীকার করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। পুরস্কার প্রত্যাখ্যানের পর সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের জানিয়েছিলেন তাঁকে ফোন করা হতে তিনি সরাসরি জানিয়ে দিয়েছিলেন, ‘মেরা দিল নেহি চাহতা হ্যায়। আমার তো এতটা বয়স হয়েছে।’ এরপর রাজ্য সরকারের তরফে বারবার বলা হয়, পদ্মশ্রী দিতে চেয়ে সন্ধ্যা মুখোপাধ্য়ায়কে অসম্মান করা হয়েছে।
বুধবারই বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন, পদ্মশ্রী পুরস্কার নিয়ে নোংরা রাজনীতি করা হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁর দাবি, শিল্পী পুরস্কার নিতে চান কি না,তার কোনও অডিয়ো বা ভিডিয়ো দেখা যায়নি। জোর করে তাঁর নামে চাপিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের লোকেরা নোংরা রাজনীতি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে বলে দাবি দিলীপের।