সিতাই: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রা করেছিলেন কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারি এলাকায়। ২৫ এপ্রিল সেই কর্মসূচি ছিল ঘাসফুল শিবিরের সেকেন্ড ইন কম্যান্ডের। সেই কর্মসূচির এক সপ্তাহ পেরোতে না পেরতো ওই এলাকার বেশ কিছু তৃণমূলকর্মী যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া কর্মীদের মধ্যে রয়েছেন গোসানিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্য। বুধবার কান্তেশ্বর মন্দির সংলগ্ন মুক্ত মঞ্চের মাঠে বিজেপির কর্মিসভা ও যোগদান মেলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অনেকেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে গোসানিমারি ১ নম্বর পঞ্চায়েতের তিন জন পঞ্চায়েত সদস্য ও সহ প্রায় দুই শতাধিক পরিবার বিজেপিতে যোগদান করে।
বুধবারের এই যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এই মঞ্চ থেকে তিনি মূলত তৃণমূল কংগ্রেসের অবহেলিত পুরনো নেতৃত্বদের আহ্বান জানান পদ্মশিবিরে যোগদানের জন্য। এ দিনের এই মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, “এই অনুষ্ঠান তৃণমূলের শেষের শুরু। এরপর আরও বড় বড় যোগদান রয়েছে।” পাশাপাশি তিনি আরও বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা ব্যয় করে যেসব জায়গায় গিয়ে সন্ত্রাসের সৃষ্টি করেছেন সে সব জায়গাতে তিনি এই ধরনের যোগদান মেলা করবেন।”
যদিও এই যোগদান নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।