কোচবিহার: পুত্র হারালেন মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ মৃত্য়ু হয় পরেশপুত্র হীরকজ্যোতি অধিকারীর। তিনি কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অস্থায়ী চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, শুক্রবার সকালে বাড়িতেই ছিলেন হীরকজ্যোতি। বাবার সঙ্গেই বসেছিলেন হীরক। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। এমন অঘটন ঘটতে পারে, বিশ্বাসই হচ্ছে না অধিকারী পরিবারের।
মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপসকুমার দাস বলেন, “কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিওর ও ক্রনিক কিডনি ডিজিজেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।” এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শোকবার্তা।
এককথায় সকলেই এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলেই লিখছেন। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একাধিক ছবি রয়েছে হীরকজ্যোতির। বাবার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও দেখা গিয়েছে তাঁকে। ডাক্তারির পাশাপাশি সক্রিয় রাজনীতিতেও জেলায় মুখ হয়ে উঠছিলেন পরেশপুত্র। এত অল্প বয়সে এভাবে হীরকজ্যোতির চলে যাওয়া, মেনে নিতে পারছেন না তাঁর স্বজন-বন্ধুরা।