শীতলকুচি: শীতলকুচির ব্লাড ক্যান্সারে আক্রান্ত যুবক রামু বর্মণের চিকিৎসার জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক (Minister of State for Home Nisith Pramanik)। বেশ কয়েকমাস আগে দুরারোগ্য ক্যান্সারে (Blood Cancer) আক্রান্ত হন রামু বর্মন। রোগের নাম শুনে পাহাড় ভেঙে পড়ে পরিবারের মাথায়। সামান্য কৃষি কাজ করে সংসার চলে রামুর। কী করে ছেলে ক্যান্সারের চিকিৎসা করাবেন তা ভেবেই কূলকিনারা খুঁজে পাননি তাঁরা। অবশেষে তাঁরা শরণাপন্ন হন নিশীথ প্রামাণিকের কাছে। আর তাতেই খানিকটা হলেও কমল দুশ্চিন্তা।
রামুর বাড়ি কোচবিহারের শিতলকুচি বিধানসভার খলিশা মারি গ্রামে। শনিবার নিশীথ প্রামানিক ও জেলা সভাপতি সুকুমার রায়, স্থানীয় বিধায়ক বরেন চন্দ্র বর্মন-সহ স্থানীয় নেতৃত্বরা রামুর বাড়িতে পৌঁছে তাঁর পরিবারকে রামুর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার তুলে নেওয়ার কথা জানান। পাশাপাশি যাতায়াতের জন্যেও সমস্ত খরচ বহন করা হবে বলেও আশ্বাস দেন তাঁরা।
মন্ত্রীর সাহায্যে স্বাভাবিক ভাবেই আবেগাপ্লুত এই পরিবার। রামুর বাবা জানিয়েছেন, তারা কৃতজ্ঞ। এই রোগের চিকিৎসা করার কোনও সামর্থ তাঁদের ছিল না। নিশীথ বাবু সাহায্যের জন্যে এগিয়ে আসায় তারা খুশি। দুঃখের সময়ে খুশির হাসি রামু বর্মণের মুখেও। নিশীথের উদ্যোগে প্রশংসা করছেন শীতলকুচির মানুষেরাও। এদিকে সামনেই পঞ্চায়েত ভোট। তাঁর আগে বিজেপি নেতার এই কাজে উত্তরে দলের ভাবমূর্তি আরও বেশ খানিক উজ্জ্বল হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।