Coochbehar: অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরল হাজারের বেশি জঙ্গি

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 14, 2022 | 4:58 PM

Coochbehar: দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংগ্রামের পর এক হাজারেরও বেশি সদস্য অবশেষে আনুষ্ঠানিক ভাবে সমাজের মূল স্রোতে ফিরে এল উত্তরপূর্ব ভারতের অসমে।

Coochbehar: অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরল হাজারের বেশি জঙ্গি
সমাজের মূলস্রোতে ফিরল হাজারের বেশি জঙ্গি (নিজস্ব চিত্র)

Follow Us

কোচবিহার: দীর্ঘ আলোচনা। অবশেষে অস্ত্র ছেড়ে সমাজের মূল স্ত্রোতে ফিরল বহু জঙ্গি। অসমের দুই সংগঠনের প্রায় ১ হাজার ১৭৯ জন জঙ্গি আত্মসমর্পণ করল।

দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংগ্রামের পর এক হাজারেরও বেশি সদস্য অবশেষে আনুষ্ঠানিক ভাবে সমাজের মূল স্রোতে ফিরে এল উত্তরপূর্ব ভারতের অসমে। ব্রু ও রিয়াং জাতিগোষ্ঠীর এই সদস্যরা প্রায় দুই দশক আগে বিভিন্ন কারণে হাতে অস্ত্র তুলে নিয়েছিল।

এরপর ১৯৯০ সাল থেকে বরাক উপত্যকার অসম-মিজোরাম সীমান্ত এলাকায় রিয়াং জাতিগোষ্ঠীর কিছু যুবক বিভিন্ন দাবিতে সশস্ত্র আন্দোলন শুরু করেছিল। দীর্ঘদিন ধরে বরাক উপত্যকার তিনটি জেলায় সন্ত্রাস সৃষ্টি করার পর ২০০৭ সালে ইউডিএলএফ-বিভি (UDLF-BV) নামের একটি উগ্রপন্থী সংগঠন আত্মসমর্পণ করে। কিন্তু তখন তাদের অনুসরণ করে আরও দুটি জঙ্গি সংগঠন জন্মগ্রহণ করে। যার নাম ব্রু রেভল্যুশনারি আর্মি অফ ইউনিয়ন (BRAU) এবং ইউনাইটেড ডেমোক্রেটিক লিবারেশন আর্মি (UDLF-BV)।

BRAU এর নেতৃত্বে ছিলেন রাজেশ চরকি। এবং UDLF এর নেতৃত্বে ছিলেন ধন্যরাম রিয়াং। দুই সংগঠন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অপহরণ ও চাঁদাবাজি সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এই দুই বিদ্রোহী দলের মোট 1হাজার ১৭৯ জন সদস্য সরকারের সঙ্গে প্রায় ছয় বছর আলোচনার পর সম্প্রতি আত্মসমর্পণ করে। এদের মধ্যে BRAU এর ৬৩৪ জন সক্রিয় সদস্য এবং UDLA এর ৫৪৫ জন সক্রিয় সদস্য রয়েছে। তারা তাদের ব্যবহৃত AK47 থেকে শুরু করে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র সস্ত্র সমর্পণ করে।

হাইলাকান্দি জেলার কাঠলিছড়া সমষ্টির চার্লস মার্চ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি এবং মন্ত্রী পীযূষ হাজারিকার উপস্থিতিতে দুটি বিদ্রোহী দলের হাজারের বেশি জঙ্গি এদিন আত্মসমর্পণ করেছে।

Next Article