Nisith-Udayan Guha Clash: ‘এই..এই’ ‘চিৎকার করছেন কী?’, ছুটে গেলেন নিশীথ, তেড়ে এলেন উদয়নও, মন্ত্রীদের হাতাহাতি থামাতে গিয়ে মার খেলেন SDPO

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 20, 2024 | 10:08 AM

Nisith-Udayan Guha Clash:ভোটের আগে কার্যত উত্তপ্ত পরিস্থিতি কোচবিহারের দিনহাটায়। আজ ২৪ ঘণ্টার বনধও ডেকেছে তৃণমূল। গতকাল রাস্তা অবরোধ করেছে বিজেপি। দু'পক্ষই দুষছে একে অপরকে। তৃণমূল বলছে, উদয়ন গুহর উপর হামলা করেছে বিজেপি। পাল্টা আবার নিশীথ প্রামাণিকের বক্তব্য তাঁর কনভয়ে প্রথমে হামলা চালিয়েছে তৃণমূল। তা বলে ভরা রাস্তায় হাতাহাতি করবেন জনপ্রতিনিধিরা? উঠছে প্রশ্ন।

Nisith-Udayan Guha Clash: এই..এই চিৎকার করছেন কী?, ছুটে গেলেন নিশীথ, তেড়ে এলেন উদয়নও, মন্ত্রীদের হাতাহাতি থামাতে গিয়ে মার খেলেন SDPO
ভরা রাস্তাতেই হাতাহাতি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দিনহাটা: বৃষ্টিতে তখন ভেজা রাস্তাঘাট। তার মধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল দিনহাটায়। প্রকাশ্য রাস্তাতেই সদলবলে দুই মন্ত্রী। একজন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক অন্যজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এগিয়ে আসলেন একে অপরের দিকে। উত্তপ্ত বাক্য বিনিময় দু’পক্ষের। একজন বলেছে ‘এই সব কী হচ্ছে দেখতে পান না?’ অপরজনও বললেন, ‘আপনি দেখতে পান না’ ভরা রাস্তায় জড়িয়ে পড়লেন হাতাহাতিতে। এই ভাবে প্রকাশ্যে দুই মন্ত্রীর হাতাহাতি কবে দেখেছে বাংলা ঠিক মনে করতে পারছে না।

ভোটের আগে কার্যত উত্তপ্ত পরিস্থিতি কোচবিহারের দিনহাটায়। আজ ২৪ ঘণ্টার বনধও ডেকেছে তৃণমূল। গতকাল রাস্তা অবরোধ করেছে বিজেপি। দু’পক্ষই দুষছে একে অপরকে। তৃণমূল বলছে, উদয়ন গুহর উপর হামলা করেছে বিজেপি। পাল্টা আবার নিশীথ প্রামাণিকের বক্তব্য তাঁর কনভয়ে প্রথমে হামলা চালিয়েছে তৃণমূল। তা বলে ভরা রাস্তায় হাতাহাতি করবেন জনপ্রতিনিধিরা? উঠছে প্রশ্ন। গতকালের যে ছবি ক্যামেরায় ধরা পড়েছে সেখানে দেখা যাচ্ছে, তেড়ে আসছেন উদয়ন গুহ। পাল্টা বিপরীত দিক থেকে এগিয়ে এলেন নিশীথ প্রামাণিকও। আর পিছনে তখন বিজেপি-কর্মীরা কেউ বলছে, “মার মার” কেউ বলছে “আমাদের মারলে ছেড়ে দেব নাকি।” আর দুই মন্ত্রী এই হাতাহাতি থামাতে গিয়ে আহত খোদ এসডিপিও ধীমান মিত্র।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, “উদয়ন গুহ ওনার গুন্ডাদের নিয়ে এগিয়ে আসেন। হুমকি দিতে থাকেন। একজন জনপ্রতিনিধি কীভাবে এই কাজ করেন। তৃণমূলের গুন্ডাবাহিনী এসে আমার কনভয়ে হামলা করেছে। আগ্নেয়াস্ত্র, লাঠি নিয়ে আক্রমণ করেছে। যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি।” পাল্টা আবার উদয়ন গুহ বলেন, “আমি যখন গাড়িতে উঠব সেই সময় দেখি নিশীথ প্রামাণিকের কনভয় আসেছে। সে মুখ বের করে কী কী সব বলল। তখন আমাদের ছেলেরা জয় বাংলা বলতে থাকে। গাড়ি থেকে দুই মহিলা ও জেলা সভাপতি বাঁশ দিয়ে যাকে পারছে মারছে। তীর ছুড়ছে। এমনকী কেন্দ্রীয় বাহিনী পুলিশকে পর্যন্ত মারছে।”

প্রসঙ্গত, গতকাল রাত্রিবেলা ভোটের প্রচার সেরে ফিরছিলেন নিশীথ। সেই সময় আবার সেই সময় দিনহাটা পুরসভার পুরপিতার বাড়িতে উদয়নের জন্মদিন পালন হচ্ছিল। অভিযোগ নিশীথের কনভয় ওই এলাকায় আসতেই তা ঘিরে ধরার চেষ্টা করা হয়। তখনই নিশীথ প্রামাণিকের দেহরক্ষীরা লাঠিচার্জ করে উত্তেজিত তৃণমূল কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর নজিরবিহীন ঘটনা আসে প্রকাশ্যে। গাড়ি থেকে বেরিয়ে আসেন নিশীথ প্রামাণিক। অপরদিকে, বেরিয়ে আসেন উদয়ন গুহও। দুজনের মধ্যে রাস্তাতেই বচসা শুরু হয়ে যায়।

 

 

Next Article