কোচবিহার: শনিবার সন্ধ্যে নাগাদ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত হয়েছিল কোচবিহারের দিনহাটা। চলেছিল গুলি। সেই ঘটনার দু’দিন কাটতে না কাটতে ফের গুলি চলল সেখানে। এবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কে টিকিট পাবে সেই নিয়ে ঝামেলা। তার জেরেই দিনহাটার কুর্শাহাটে চার রাউন্ড গুলি চলেছে বলে খবর। পুলিশের হাতে আটক হয়েছেন একজন।
পুলিশ সূত্রে খবর,গতকাল দুপুর আড়াইটে নাগাদ চার রাউন্ড গুলি চলে। পঞ্চায়েত সদস্য নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি চলেছে বলে দাবি করেছেন তৃণমূল কর্মীদের একাংশ। যদিও, গুলি চলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল অঞ্চল সভাপতি। দীপক সেন বলেন, “এখানে সবাই তৃণমূল। আর কোনও দল নেই। তাই সবাই বলছে, আমায় টিকিট দিন। আমায় টিকিট দিন। আমি অঞ্চল সভাপতি। আমার কাছেও অনেকে আবেদন করেছেন। এ নিয়ে গন্ডগোলের কিছু নেই।”
প্রসঙ্গত, গত শনিবার শাসকদলের ঝামেলার জেলার জেরে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার ওকরাবাড়ি এলাকা। চলে গুলি। গুলিবিদ্ধ হন লিপ্টন হক। দিনহাটার বাসিন্দা লিপ্টন এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। এদিন সন্ধ্যায় দিনহাটার ওকরাবাড়ি এলাকার হাজির বাজারে তাঁকে লক্ষ্য করে কয়েকজন গুলি চালায় বলে অভিযোগ। লিপ্টন হকের মাথায় গুলি লাগে। তিনি রাস্তায় লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। তারপর স্থানীয় বাসিন্দারাই লিপ্টনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।