Potato Price: কিনতে গেলে দামে আগুন, বিক্রি করতে গেলে জলের দর! আলু নিয়ে নাকানিচোবানি খেয়ে শেষে বড় সিদ্ধান্ত চাষীদের

Suman Kalyan Bhadra | Edited By: জয়দীপ দাস

Jul 31, 2024 | 8:12 PM

Potato Price: বুধবার মাথাভাঙা-২ ব্লকের কোচবিহার ফালাকাটা জাতীয় সড়কের সতীশের হাট এলাকায় পথ অবরোধে সামিল হলেন ক্ষুদ্র আলু চাষিরা। চাষিদের অভিযোগ বেশ কিছুদিন ধরে আলু পাইকাররা আলু কেনা বন্ধ রাখায় তাঁরা সমস্যায় পড়েছেন।

Potato Price: কিনতে গেলে দামে আগুন, বিক্রি করতে গেলে জলের দর! আলু নিয়ে নাকানিচোবানি খেয়ে শেষে বড় সিদ্ধান্ত চাষীদের
প্রতিবাদে পথে আলু চাষীরা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মাথাভাঙা: রাজ্যজুড়ে আলুর আগুনে দামের তাপে নাভিশ্বাস উঠছে আম-আদমির। অন্যদিকে আলুর ন্যায্য মূল্য পাচ্ছেন না মাথাভাঙার আলু চাষীরা। ক্ষোভে চলল পথ অবরোধ। সোজা কথা, রাজ্য জুড়ে আলুর অগ্নিমূল্যের বাজারে একেবারে উল্টো ছবি দেখা গেল কোচবিহারের মাথাভাঙায়। আলু ভিন রাজ্যে যাবার উপর রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। একইসঙ্গে আলু কিনছেন না স্থানীয় পাইকাররা। সরকারি নির্ধারিত দামেও আলু বিক্রি করা যাচ্ছে না বলে ক্ষোভ উগরে দিচ্ছেন চাষীরা। মোটের উপর, একই রাজ্য আলু নিয়ে  দুই রকম ছবিতে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। 

বুধবার মাথাভাঙা-২ ব্লকের কোচবিহার ফালাকাটা জাতীয় সড়কের সতীশের হাট এলাকায় পথ অবরোধে সামিল হলেন ক্ষুদ্র আলু চাষিরা। চাষিদের অভিযোগ বেশ কিছুদিন ধরে আলু পাইকাররা আলু কেনা বন্ধ রাখায় তাঁরা সমস্যায় পড়েছেন। একইসঙ্গে বাজারে আলু বিক্রির জন্য নিয়ে গেলেও দাম পাওয়া যাচ্ছে না। ফলে আলু বিক্রি করে আমন ধান সহ সবজি চাষের জন্য রাসায়নিক সার কিনতে পারছেন না তারা। কিনতে পারছেন না অন্যান্য চাষের সামগ্রীও। 

এদিন কয়েক ঘণ্টা ধরে চলে অবরোধ। পরে ঘোকসাডাঙা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। জাতীয় সড়কে অবরোধের জেরে দু’দিকে পন্যবাহী ও যাত্রীবাহী গাড়ির লাইন পড়ে যায়। অবরোধ উঠে যেতেই যান চলাচল স্বাভাবিক হয়। তবে সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন আলু চাষীরা। 

Next Article