Sitalkuchi: ব্যারাকের মধ্যে ভোররাতে আচমকাই গুলি, আত্মঘাতী বিএসএফ জওয়ান

Suman Kalyan Bhadra | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 08, 2023 | 12:17 PM

Sitalkuchi: বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে আচমকাই গুলির শব্দ শুনতে পান অন্যান্য জওয়ানরা। তাঁরা গিয়ে দেখেন এনএম স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন।

Sitalkuchi: ব্যারাকের মধ্যে ভোররাতে আচমকাই গুলি, আত্মঘাতী বিএসএফ জওয়ান
ফাইল ছবি
Image Credit source: PTI

Follow Us

কোচবিহার: কর্তব্যরত ছিলেন। আচমকাই গুলির শব্দ। ছুটে গিয়ে সহকর্মীরা দেখেন রক্তাক্ত অবস্থায় ব্যারাকের মধ্যেই পড়ে রয়েছেন বিএসএফ জওয়ান। পাশেই পড়ে তাঁর সার্ভিস রিভলবার। বুকে তাঁর গুলির ক্ষত। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামে। বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম এন.এম স্বামী। তাঁর বাড়ি অন্ধপ্রদেশে। তিনি শীতলকুচির অমৃত ক্যাম্পে কর্তব্যরত ছিলেন।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে আচমকাই গুলির শব্দ শুনতে পান অন্যান্য জওয়ানরা। তাঁরা গিয়ে দেখেন এনএম স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। সহকর্মীদের দাবি, ভোরবেলায় নিজের কাছে থাকা বন্দুক দিয়ে বুকে গুলি করে আত্মঘাতী হয়েছেন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পারিবারিক অশান্তির জেরেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে মনে করছেন তাঁর সহকর্মীরা। কর্মস্থলে সেভাবে কোনও সমস্যা ছিল না বলেই দাবি বাকি সহকর্মীদের। শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, বিএসএফের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গায় পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Next Article