AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu And Udayan: ‘৫৫ হাজার ভোটে হারাব’ শুভেন্দুর চ্যালেঞ্জের পাল্টা ‘উন্নয়নের খতিয়ান’ চাইলেন উদয়ন

Coochbehar: কোচবিহার দিনহাটা হল উদয়নের গড়। ২০১১ সাল অর্থাৎ গোটা রাজ্যে যখন পালা বদল হচ্ছে, সেই সময় তিনি ফরওয়ার্ড ব্লকের টিকিটে লড়েন দিনহাটা থেকে। এবং বিধায়ক নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে দলবদল করেন। তারপর যোগ দেন তৃণমূলে। সেখান থেকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হন।

Suvendu And Udayan: '৫৫ হাজার ভোটে হারাব' শুভেন্দুর চ্যালেঞ্জের পাল্টা 'উন্নয়নের খতিয়ান' চাইলেন উদয়ন
উদয়ন গুহ এবং শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Updated on: Nov 29, 2025 | 8:28 PM
Share

রনি চৌধুরী ও সুমনকল্যাণ ভদ্রের রিপোর্ট

কোচবিহার: শনিবার কোচবিহারে সভা ছিল নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেখান থেকে তাঁর হুঙ্কার, ছাব্বিশের ভোটে দিনহাটায় পঞ্চাশ হাজার ভোটে উদয়ন গুহকে হারাবে বিজেপি। এমনকী, রাজ্যের মন্ত্রীকে ‘পাগল’ বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু। যদিও, ছেড়ে কথা বলেননি রাজ্যের মন্ত্রীও। উত্তরবঙ্গে কী কী উন্নয়ন হয়েছে তার খতিয়ান চাইলেন তিনি।

কোচবিহার দিনহাটা হল উদয়নের গড়। ২০১১ সাল অর্থাৎ গোটা রাজ্যে যখন পালা বদল হচ্ছে, সেই সময় তিনি ফরওয়ার্ড ব্লকের টিকিটে লড়েন দিনহাটা থেকে। এবং বিধায়ক নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে দলবদল করেন। তারপর যোগ দেন তৃণমূলে। সেখান থেকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হন। তবে ২০২১ সালে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে মাত্র ৫৭ ভোটে পরাজিত হয়েছিলেন। পরবর্তীতে বিধায়ক পদ থেকে নিশীথ পদত্যাগ করলে উপনির্বাচনে তিনি রেকর্ড মার্জিনে জয়লাভ করেন আর দায়িত্বপান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেই উদয়নকেই হারানোর চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু।

বিরোধী দলনেতা বলছেন, “যে নিজের বাবাকে চোর বলে তার থেকে বড় পাগল ভারতে নেই। ওকে দিনহাটায় হারাব। ২০০৬ হেরেছিল অশোক মণ্ডলের কাছে। আর ২০২১ হেরেছিল নিশীথের কাছে। ২০২৬ এ হারাব শুধু নয়, পঞ্চান্ন হাজার ভোটে হারাব।” এরপর শুভেন্দু মন্তব্যের পাল্টা বক্তব্য রাখেন উদয়ন। তিনি বলেন, “বিজেপির আটজন এমপি ছিল উত্তরবঙ্গে। এই আটজন মিলে ২০০ কোটি টাকা এলাকার উন্নয়নের জন্য পেয়েছিলেন। ওই টাকা খরচ করে বিজেপি কী কী উন্নয়ন করেছে উত্তরবঙ্গের জন্য যদি ওর দম থাকে তাহলে শহরের চৌপথিতে দাঁড়িয়ে এই কথা বলার সাহস দেখায়।” এখানেই শেষ নয়, পাল্টা শুভেন্দুকেও পাগল বলে কটাক্ষ করেছেন উদয়ন।