Tufangunj: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল, আচমকাই ‘উধাও’ ৩ পড়ুয়া

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 09, 2022 | 1:13 PM

Coochbehar: কোচবিহারের তুফানগঞ্জ বক্সিরহাট থানার বাসরাজা এলাকার ঘটনা। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার স্থানীয় শালবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার নাম করে বের হয় ওই তিনজন।

Tufangunj: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল, আচমকাই উধাও ৩ পড়ুয়া
চিন্তিত পরিবার (নিজস্ব ছবি)

Follow Us

তুফানগঞ্জ: স্কুল চলছিল। সেই মতো নিত্যদিনের মতো তৈরি হয়েছিল স্কুল ছাত্রী। তারপর বেরিয়ে পড়ে স্কুল যাওয়ার উদ্দেশে। তবে না স্কুল পৌঁছায়নি। এই ঘটনা একজনের সঙ্গেই শুধু ঘটেনি। আরও দু’জনও নিখোঁজ। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

কোচবিহারের তুফানগঞ্জ বক্সিরহাট থানার বাসরাজা এলাকার ঘটনা। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার স্থানীয় শালবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার নাম করে বের হয় ওই তিনজন। স্কুলের জামা কাপড় পরে বাড়ি থেকে বের হয় তারা। নিখোঁজ হওয়া প্রত্যেক ছাত্রীর বয়স পনেরো থেকে ষোলোর মধ্যে। তবে তাদের খোঁজ মেলেনি।

এরপর সারারাত খোঁজাখুঁজি করে এদের খোঁজ না মেলায় বক্সিরহাট থানার দারস্থ হয় পরিবার।এ দিকে, শালবারি স্কুলের সহকারি শিক্ষকের দাবি গতকাল হাইস্কুলে নিখোঁজ ওই তিনজন ছাত্রী স্কুলে পরীক্ষা দিতেই আসেনি।

এ দিকে, আচমকা তাদের ‘উধাও’ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। উদ্বেগে রয়েছেন ওই তিন পরিবারের সদস্যরা। রাত থেকে বাড়িতে চড়েনি হাড়ি। মেয়েদের না পেয়ে থানায় দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। স্থানীয় বাসিন্দা মোজিত মিঞা বলেন, ‘এলাকার সকলে চিন্তিত রয়েছেন। তিনটে মেয়ে গ্রাম থেকে নিঁখোজ। কোথায় গেল কেউ খুঁজে পাচ্ছে না। রাত থেকে এলাকার কারোর বাড়িতে হাঁড়ি বসেনি। ঘুম হয়নি। আমরা থানায় গিয়ে ডায়রি করেছি। এখন কী হবে বুঝতে পারছি না। ওদের বাবা-মা কেঁদে-কেঁদে পাগল হয়ে গিয়েছে। এখন কী হবে বুঝতে পারছি না।’ স্কুলের সহকারি শিক্ষক বিষ্ণু মহন্ত বলেন, ‘অফিসিয়ালি স্কুল কর্তৃপক্ষকে তাঁদের অভিভাবক এখনও কিছু জানায়নি। সুতরাং, আমরা এই ব্যাপারে কোনও মন্তব্য করতে পারছি না। তবে যাদের কথা বলা হচ্ছে এরা তিনজন সেই পরীক্ষা তারা দিতে আসেনি। তবে আগের পরীক্ষা তারা দিয়েছে।’

Next Article