AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: ব্লক সভাপতি বদল হতেই তৃণমূল নেত্রীর বাড়িতে হামলা, শোরগোল তুফানগঞ্জে

TMC leader house vandalized: তৃণমূল নেত্রী চৈতি বড়ুয়া বলেন, "আমরা আতঙ্কিত। আগামিদিনে কী করে বাঁচব? কী করে দলটি করব? এ ধরনের ঘটনা ঘটলে আগামিদিনে কে পার্টিটা করতে চাইবে?" প্রাণনাশের আশঙ্কা করেন এই তৃণমূল নেত্রী।

TMC: ব্লক সভাপতি বদল হতেই তৃণমূল নেত্রীর বাড়িতে হামলা, শোরগোল তুফানগঞ্জে
ভাঙচুর করা হয় তৃণমূল নেত্রীর বাড়িImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 27, 2025 | 3:31 PM
Share

তুফানগঞ্জ: অন্তর্দ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়েছে শীর্ষ নেতৃত্ব। তার পরও শাসকদলের গোষ্ঠীকোন্দলে উত্তেজনা ছড়াল কোচবিহারের তুফানগঞ্জে। ব্লক কমিটি ঘোষণার পরেই রাতে হামলা চালানো হল তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়িতে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চৈতি বড়ুয়ার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল সদ্য ব্লক সভাপতির দায়িত্ব পাওয়া নিরঞ্জন সরকারের বিরুদ্ধে। এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করল বিজেপি।

তুফানগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি গঠিত হতেই অশান্তি তৃণমূলের অন্দরে। মঙ্গলবার রাতে ভাঙচুর চালানো হয় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বড়ুয়ার বাড়িতে। এদিন সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া বাজার সংলগ্ন এলাকায়। তাঁর বাড়িতে হামলা নিয়ে চৈতি বড়ুয়া অভিযোগ করে বলেন, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের নতুন কমিটি ঘোষণা হয়েছে। ঘোষিত হয়েছে নতুন ব্লক সভাপতি নাম। আর তারপরই রাতে তাঁর বাড়িতে অতর্কিতভাবে আক্রমণ চালানো হয়। বাড়িতে আসবাবপত্র-সহ বিভিন্ন জিনিস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে।

চৈতি বড়ুয়া

তিনি বলেন, “আমরা আতঙ্কিত। আগামিদিনে কী করে বাঁচব? কী করে দলটি করব? এ ধরনের ঘটনা ঘটলে আগামিদিনে কে পার্টিটা করতে চাইবে?” প্রাণনাশের আশঙ্কা করেন এই তৃণমূল নেত্রী। তিনি বলেন, দুটি বাইকে চারজন ব্যক্তি এসে এই আক্রমণ চালায়। চৈতি বড়ুয়া সরাসরি অভিযোগের আঙুল তোলেন তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন সরকারের দিকে। নিরঞ্জন এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, প্রধানের স্বামী, অঞ্চল সভাপতি ফুলচাঁদ বর্মনের নেতৃত্বেই এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

নিরঞ্জন সরকার

ঘটনাটি নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে বিজেপির বক্তব্য, “এই তোলাবাজরা যখন যে ক্ষমতায় আসে, তখন সে তোলা তোলে। প্রাক্তন তোলাবাজের দল বর্তমান তোলাবাজদের ব্রাত্য করে রেখেছিল। তাই বর্তমান তোলাবাজরা প্রাক্তনদের ব্রাত্য করে রাখবে। আবার প্রাক্তনদের বাড়ি ভাঙচুর এবং লুঠ করছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে নিরঞ্জন সরকারের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রাক্তন ব্লক সভাপতির বাড়িতে হামলা নিয়ে তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় বলেন, “প্রাক্তন ব্লক সভাপতির বাড়িতে আক্রমণ একদম কাম্য নয়। এটা কারা করেছে, তা আমরা দলীয়ভাবে খোঁজ নিচ্ছি। তেমন বিষয়টি পুলিশ-প্রশাসনও খতিয়ে দেখছে। এবং এই ধরনের অন্যায় কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” এখন দেখার তৃণমূল এই নিয়ে কী পদক্ষেপ করে।