Trinamoole Nabo Jowar: ‘প্রার্থী বাছাইয়ে আমাদের কথা শুনতে হবে না-হলে…’, অভিষেকের সভার আগেই হুঁশিয়ারি তৃণমূলের একাংশের

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 23, 2023 | 1:31 PM

Abhishek Banerjee: 'তৃণমূলে নব জোয়ার' অভিষেক বন্দোপাধ্যায়ের এই কর্মসূচিকে কেন্দ্র করে কোচবিহারে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় প্রস্তুতি। কোটি কোটি টাকা খরচ করে চলছে পরিকাঠামো তৈরির কাজ।

Trinamoole Nabo Jowar: প্রার্থী বাছাইয়ে আমাদের কথা শুনতে হবে না-হলে..., অভিষেকের সভার আগেই হুঁশিয়ারি তৃণমূলের একাংশের
অভিষেকের সভার আগেই হুঁশিয়ারি তৃণমূলের একাংশের (নিজস্ব চিত্র)

Follow Us

কোচবিহার: সোমবার কোচবিহার যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার হবে কর্মসূচি। অথচ তাঁর এই সফর ঘিরেই আশঙ্কা দলের অন্দরে। সূত্রের খবর। প্রার্থী বাছাইয়ে তাঁদের কথা শোনা না হলে প্রয়োজনে দল ছাড়ার হুমকি তৃণমূলের নিচু তলার কর্মীদের। এক কথায় ‘তৃণমূলের নব জোয়ার’কর্মসূচিকে ঘিরে দ্বিধায় জেলার জনসাধারণ।

‘তৃণমূলে নব জোয়ার’ অভিষেক বন্দোপাধ্যায়ের এই কর্মসূচিকে কেন্দ্র করে কোচবিহারে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় প্রস্তুতি। তৎপরতার সঙ্গে চলছে পরিকাঠামো তৈরির কাজ। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই মাথাভাঙা কলেজ মাঠে শুরু হয়েছে একাধিক তাঁবু তৈরির কাজ। বাইরে থেকে এসেছেন ঠিকাদাররা। এই তাঁবুতেই ২৫ তারিখ রাত্রি যাপন করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তবে সূত্রের খবর অভিষেকের এই সভা ঘিরে একাধিক আশঙ্কায় ভুগছেন দলের নিচু তোলার কর্মীরা। তাঁরা স্পষ্টতই জানাচ্ছেন, তাঁদের অন্ধকারে রেখে যদি প্রার্থী বাছাই করা হয় তাহলে এর খারাপ ফল হবে। তাঁদের স্পষ্ট বক্তব্য , দীর্ঘদিন ধরে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত। প্রয়োজনে তাঁরা বসে যাবেন। দলের কাজ করবেন না। তৃণমূল কর্মী শ্যামাপদ দাস বলেন, “আমাদেরকে অন্ধকারে রেখে যদি প্রার্থী বাছাই হয় তাহলে আমরা সরাসরি বিরুদ্ধে চলে যাব। আমরা বসে যাব। কোনও কাজ করব না। আমরা চাই আমাদের সামনে রেখে প্রার্থী বাছাই হোক। তা না হলে দলের ক্ষতি হবে।”

অভিষেকের কর্মসূচি নিয়ে বিরোধীরা তোপ দাগতে ছাড়েনি। তাদের দাবি, এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের তেমন হেলদোল নেই। বিপুল অর্থ খরচ হচ্ছে বলে অভিযোগ তুলছেন। বিরোধীদের আরও আশঙ্কা, গ্রামে যেন অশান্তির পরিস্থিতি তৈরি না হয়। তৃণমূলের নেতা তথা জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ জানিয়েছেন, যেসব নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের অসুবিধে হতে পারে। তবে প্রার্থী বাছাইয়ের বিষয়টি কীভাবে হচ্ছে সেই সম্পর্কে তারা সঠিক কিছুই জানেন না বলে জানিয়েছেন গিরীন বাবু। তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, তাদের জেলা থেকে অভিষেকের কর্মসূচি শুরু হচ্ছে। এটা অত্যন্ত আনন্দের তাদের কাছে। একই কথা জানিয়েছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষও।

বিজেপির জেলা সভাপতি তোহা বিধায়ক সুকুমার রায় জানিয়েছেন, বিক্ষোভ হতে পারে অভিষেকের এই কর্মসূচিতে। গ্রামের মানুষ সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন না। সাধারণ মানুষ, তৃণমূলের নিচু তোলার কর্মীরা বিক্ষোভ করতেই পারেন।

Next Article