BJP MLA : কোচবিহারে বিজেপি বিধায়কের গাড়িতে হামলা, অকথ্য-ভাষায় গালিগালাজের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

Suman Kalyan Bhadra | Edited By: জয়দীপ দাস

Apr 07, 2023 | 9:01 PM

BJP MLA : এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। তুমুল শোরগোল জেলার রাজনৈতিক মহলে। হামলার পরেই ঘটনার কথা কোতোয়ালি থানায় জানান বিধায়ক। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

BJP MLA : কোচবিহারে বিজেপি বিধায়কের গাড়িতে হামলা, অকথ্য-ভাষায় গালিগালাজের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

Follow Us

কোচবিহার : কোচবিহারের চান্দামারীতে বিজেপি বিধায়কের (BJP MLA) গাড়িতে হামলা। হামলার অভিযোগ তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে। সূত্রের খবর, এদিন কোচবিহার (Cooch Behar) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে চান্দামারী এলাকার দলীয় কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছিলেন। অভিযোগ, রাস্তাতেই তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল। অভিযোগ, পুলিশের সামনেই তাঁর গাড়ির উপর হামলা চলে, লাঠি দিয়ে মারা হয় গাড়ির পিছনে। অকথ্য ভাষায় গালিগালাজও দেওয়া হয়। 

এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। তুমুল শোরগোল জেলার রাজনৈতিক মহলে। হামলার পরেই ঘটনার কথা কোতোয়ালি থানায় জানান বিধায়ক। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবিও জানিয়েছেন। ঘটনা প্রসঙ্গে নিখিল রঞ্জন দে বলেন, “শেষ বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল আশ্রিত গুন্ডারা আমাদের চান্দামারীর পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর করেছিল। এখানকার কার্যকর্তারা সেই পার্টি অফিসটি নতুন করে গড়ে তুলেছেন। আজ সেই পার্টি অফিসটির উদ্বোধন করার জন্য আমি এসেছি। কিন্তু, তৃণমূলের হার্মাদ বাহিনী পুলিশের সামনেই আমার গাড়ির উপর আক্রমণ করে, ভাঙচুর করে। এমনভাবে লাঠি চালায় যে আমার গাড়ির পিছনের অংশ ভেঙে গিয়েছে। তবে আরও বড় ক্ষতি হতে পারত। অকথ্য ভাষায় গালিগালাজ করে, স্লোগানও দেয়।”

এখানেই না থেমে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেন, “ওরা একদিকে চুরি করে বেড়াবে, ওদের নেতারা জেলে যাবে, সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে আতঙ্কিত তৃণমূলের কার্যকলাপের জন্য। সেই ছবিই এদিন আবার এখানে দেখা গেল। আমরা এর ধিক্কার জানাই। আমাদের দাবি, তৃণমূল আশ্রিত যত দুষ্কৃতী রয়েছে তাঁদের সকলকে গ্রেফতার করতে হবে। আমি এখান থেকে ফেরার পথে থানায় যাব। ওদের গ্রেফতার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় জানান, “তৃণমূলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। মানুষ ক্ষোভ দেখিয়েছে। কেন্দ্র সব বিষয়ে বঞ্চনা করছে। বিজেপি বিধায়ককে দেখে মানুষ তাঁদের ক্ষোভ উগড়ে দিয়েছে।”

Next Article