Udayan Guha: ‘একটা মারের বদলে দুটো মার’, হুঁশিয়ারি দিয়ে তৃণমূলেই সমালোচিত উদয়ন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 15, 2022 | 11:36 AM

Udayan Guha: মন্ত্রী দলের কর্মীদের উদ্দেশে বলেছেন, হাতে চুড়ি পরে বসে থাকব, 'এমন মন্ত্রী আমি নই। ওরা একটা মারলে আমরা দুটো মারব, এ কথা যেন মনে থাকে।'

Udayan Guha: একটা মারের বদলে দুটো মার, হুঁশিয়ারি দিয়ে তৃণমূলেই সমালোচিত উদয়ন
উদয়ন গুহ

Follow Us

কোচবিহার : বিরোধীরা একবার মারলে বদলে দুটো মার খেতে হবে! এমনটাই বলেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রীর এই মন্তব্য দল সমর্থন করে না বলে উল্লেখ করলেন তৃণমূলের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। প্রকাশ্যেই মন্ত্রীর সমালচনা করলেন তিনি।

সম্প্রতি শীতলকুচিতে বিজেপির মিছিলে বোমাবাজির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। দলীয় কার্যালয় ভাঙচুর চালানোর পাল্টা অভিযোগ তোলে তৃণমূলও। এরই প্রতিবাদে শীতলকুচিতে একটি সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। সেই সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে বলতে শোনা যায়, ‘চুড়ি পরে বসে থাকব, এমন মন্ত্রী আমি নই। একটা মারলে, দুটো মারতে হবে, এমনকী পাঁচটা মারও হতে পারে।’ তিনি বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন, প্রয়োজনে শুধু শীতলকুচি নয়, আক্রমণ হবে অন্য জায়গাতেও।

মন্ত্রীর এই মন্তব্যে একদিকে যেমন পাল্টা জবাব দিয়েছেন বিরোধীরা, অন্যদিকে সেই বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে শাসক দলের অন্দরেও। উদয়নের মন্তব্য যে দল সমর্থন করে না, তেমন বার্তাই দিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, ‘দল গণতন্ত্রে বিশ্বাস করে, হিংসায় নয়। যাঁরা এরকম কথা বলছেন, দল তাঁদের সমর্থন করে না। এরকম বক্তব্য ওঁর ব্যক্তিগত হতে পারে, তবে দলের নয়। দল এরকম বক্তব্যের দায় নেবে না।’

উল্লেখ্য, উদয়নের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি মনে করিয়ে দেন, ভোটের হাতে হাত ভেঙে গিয়েছিল উদয়নের। বিজেপি নেতার দাবি, ভোট এলে মার কাকে বলে, সেটা বুঝিয়ে দেবেন সাধারণ মানুষ।

Next Article