Coochbehar: পরপুরুষের প্রেমে পাগল স্ত্রী, যুবককে ডেকে এনে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্বামী…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Sep 08, 2022 | 9:19 PM

Coochbehar News: ধূপগুড়ির ওই তরুণ জানান, চ্যাড়াবান্ধার এক মহিলার সঙ্গে তাঁর বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। স্বামী থাকতেও বিবাহ বহির্ভূত প্রেম নিয়ে যথেষ্ট পাগলামি ছিল ওই তরুণীর।

Coochbehar: পরপুরুষের প্রেমে পাগল স্ত্রী, যুবককে ডেকে এনে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্বামী...

Follow Us

কোচবিহার: স্ত্রীর প্রেমিককে ছুরি দিয়ে কোপ মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, ওই যুবককে ফোন করে ডেকে আনেন প্রেমিকার স্বামী। এরপরই আরও লোক জড়ো করে বেধড়ক মার, এমনকী ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায়। চ্যাড়াবান্ধা থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে সূত্রের খবর।

ধূপগুড়ির ওই তরুণ জানান, চ্যাড়াবান্ধার এক মহিলার সঙ্গে তাঁর বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। স্বামী থাকতেও বিবাহ বহির্ভূত প্রেম নিয়ে যথেষ্ট পাগলামি ছিল ওই তরুণীর। প্রেমিকা বিবাহিত হলেও আপত্তি ছিল না ওই তরুণের। প্রেম চলছিল। ওই তরুণের দাবি, এরমধ্যে প্রেমিকা স্বামীর ঘর ছেড়ে পালিয়ে চলে আসেন। ওই তরুণের বক্তব্য, তিনি চাননি ঘর ছেড়ে তাঁর কাছে এসে প্রেমিকা থাকুক। এরপরই তিনি মেখলিগঞ্জ থানায় বিষয়টি জানান। ওই তরুণীকে উদ্ধার করে স্বামীর কাছে ফিরিয়েও দেয় পুলিশ।

ওই তরুণের কথায়, “আমার একজন বিবাহিত মহিলার সঙ্গে প্রেম ছিল। বিয়ের পরও ও আমার সঙ্গে সম্পর্ক তৈরি করে। আমাকে ভালবেসে পালিয়েও আসে। কিন্তু আমি ওকে ওর স্বামীর হাতে তুলে দিই। তারপর ওর স্বামী আমার প্রতি কেমন একটা আচরণ করে। আমাকে এরইমধ্যে ডেকে পাঠায়। একটা হিন্দি স্কুলে ডেকে পাঠায় আমায়। আমার সঙ্গে কথাও বলে। হঠাৎই ওর বাড়ির কয়েকজনকে ডেকে আনে। জনা সাতেক ছিল। আমাকে মারধর শুরু করে। এরপর আমার চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন ছুটে এসে আমাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। ” চ্যাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ওই যুবক। যাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ, সেই ব্যক্তি পালিয়ে গিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। যদিও অভিযুক্তের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে।

Next Article