কোচবিহার: ভোট মানেই গরম গরম বাক্যবাণে বিরোধীদের বিঁধে শিরোনামে উঠে আসা। পঞ্চায়েত ভোট আসছে। ইতিমধ্যেই সে ছবি প্রকট হতে শুরু করেছে। কোথাও বিরোধীদের মারার নিদান দিচ্ছেন শাসকদলের নেতা। কোথাও আবার বিরোধী দল থেকে শোনা যাচ্ছে বুকে পা তুলে দেওয়ার কথা। শাসক-বিরোধী সবাই সবাইকে হুঁশিয়ারি দিয়ে চলছে। বিজেপির সর্বভারতী সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গাড়ি মন্তব্যের পাল্টা এবার ‘বেলাগাম’ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)।
অভিযোগ, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে এক দলীয় কর্মিসভায় দিলীপ ঘোষকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল, “খবরদার আর কোনওদিন বিজেপির গাড়ির সামনে আসবেন না। উপর দিয়ে চলে গেলে বাবা মায়ের কোল খালি হয়ে যাবে। জীবনবিমা করে আসবেন।”
#WATCH: পঞ্চায়েত ভোট আসছে, বাড়ছে গরম গরম কথা। বিজেপি নেতাদের গাড়ির সামনে এলে মায়ের কোল খালি হয়ে যাবে, কেশিয়াড়ির সভায় বিস্ফোরক দিলীপ ঘোষ।
WATCH LIVE: https://t.co/gXqO63jjzL@DilipGhoshBJP | @AITCofficial pic.twitter.com/ZBuK9KZVwU
— TV9 Bangla (@Tv9_Bangla) November 8, 2022
তারই পাল্টা এবার রোলার দিয়ে পিষে দেওয়ার হুঁশিয়ারির অভিযোগ উঠল মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে। দিনহাটার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “বিজেপির নেতা দিলীপ ঘোষ বলেছেন তৃণমূলের কোনও নেতা কর্মী ওর গাড়ির সামনে আসলে নাকি গুঁড়িয়ে দেবে। আরে তৃণমূলের নেতা কর্মী তো এমনি যাবে না, রোলার নিয়ে যাবে। পারলে গুঁড়িয়ে দিও। রোলার নিয়ে তোমার গাড়ির সামনে গেলে তখন ওই তৃণমূলের কর্মীকে গুঁড়িয়ে দেবে নাকি তুমি তোমার গাড়ি নিয়ে গুঁড়িয়ে দেবে সেটা টের পাবে। একবার ওই রোলারের গুঁতো খেয়ে দেখুক। ওই রাস্তা তৈরির সময় যে রোলার চালায়, আমাদের কর্মীরা হচ্ছে সেই রোলার।”
এর আগেও দিলীপ ঘোষের বিরুদ্ধে এ ধরনের মন্তব্যের অভিযোগ ওঠে। গত বছরই এই নভেম্বর নাগাদ দিলীপকে বাঁকুড়ায় কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “আমাদের রাস্তা আটকানোর জন্য লোক সব দাঁড়িয়েছিল। কোনও পুলিশ, এসপি কাউকে খুঁজে পাওয়া গেল না। আমি আমার ড্রাইভারকে বললাম গাড়ির সামনে এলে উপর দিয়ে চালিয়ে দাও। ছবি করুক, দিলীপ ঘোষের সামনে এলে কী হয় দেখবে। আর সেই ভাবেই বেরিয়ে এলাম। আমি সেই ভিডিয়ো নিজে করেছি সামনে বসে। দেখে নেবেন আমার ফেসবুকে আছে সেটা। প্রায় জায়গায় এরকম হয়। তখন কিন্তু পুলিশকে পাওয়া যায় না।”
আবার উদয়ন গুহর বক্তব্য ঘিরেও বিভিন্ন সময়ে বিতর্ক দানা বেঁধেছে। কিছুদিন আগেই ‘বিচুটি পাতা’ এবং ‘বাঁশের ডলা’ দেওয়ার কথা বলেন। উদয়ন বলেছিলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই। কিন্তু পায়ে পা লাগিয়ে যদি কেউ গন্ডগোল করতে আসে, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে এমন বাঁশ ডলা দেবে যাতে ওরা আর গ্রামে আসার সাহস না পায়।”