কোচবিহার: জেলায়-জেলায় অশান্তি অব্যাহত। মনোনয়ন পর্বে আবারও উত্তপ্ত কোচবিহার। সেখানে দিনহাটায় চলল গুলি। যার জেরে গুলিবিদ্ধ হলেন তৃণমূল প্রার্থীর ভাই।
দিনহাটা গিতলদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোড়াম এলাকার ঘটনা। যার জেরে আক্রান্ত ওই তৃণমূল কর্মী। তাঁর নাম শাহিনুর হক। তিনি শাসকদলের গ্রাম পঞ্চায়েত পদপ্রার্থী বিজলী খাতুনের ভাই। জানা গিয়েছে, রাত্রি এগারোটা নাগাদ প্রচার সেরে বাড়ি ফিরছিলেন শাহিনুর। সেই সময় আচমকা তাঁর উপর অতর্কিতে আক্রমণ হয়। যদিও, এই বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন যে, রফিকুলের পেটে গুলি লেগেছে। সেই কারণে দ্রুত অস্ত্রপচার প্রচার তাঁর। আরও উন্নত চিকিৎসার জন্য কোচবিহারে নিয়ে আসা হয়েছে তাঁকে।
গীতলদাহ উত্তপ্ত হয়ে উঠেছিল গতকাল সকাল থেকেই। এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পরপর গুলি করার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, বাবু হক নামে একজন নিহত হন এই ঘটনায়। জখম হন পাঁচ জন। তাঁদেরকে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার ২৪ গণ্টা কাটতে না কাটতে ফের রাত্রিবেলা খবর এল গুলি চলার।