কোচবিহার: ফের রাজ্যে বোমা বিস্ফোরণে আক্রান্ত শৈশব। দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারির কাঁঠালতলা এলাকায় বোমা ফেটে আহত ৩। আহত সকলকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। আহতদের মধ্যে দুজন শিশু । আহত শিশুর পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রাস্তার ধারে বোমাটি পড়ে ছিল। কিন্তু তাঁদের সন্তানরা সেটিকে বল ভেবে হাতে তুলে নেয়। হাতে নিতেই ফেটে যায় বোমাটি। পাশেই দাঁড়িয়েছিলেন এক জন টোটোচালক। বোমার অভিঘাতে তিনিও আহত হন। আহত তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ইতিমধ্যেই কাঁঠালতলা এলাকায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।
আহত হয়েছেন মোজাফফর আহমেদ নামে এক টোটোচালক। মেয়ে জানান, বাজারে তাঁর বাবা টোটো নিয়ে দাঁড়িয়েছিলেন সেই সময় একটি বোমা ফাটে এবং বোমার স্প্লিন্টার ছিটকে তাঁর গায়ে লাগে।
আহত হয়েছেন দুই শিশুও। এক শিশুর মা জানান, বল ভেবে বোমা নিয়ে খেলছিল কয়েকজন। সেই সময় বোমাটি ফেটে যায়। আচমকাই বিকট শব্দে ছুটে এসেছিলেন তাঁরা। তখন দেখেন, দুটো বাচ্চা রক্তাক্ত অবস্থায় দূরে ছিটকে পড়ে রয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীও। কাঁঠালতলা এলাকা কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম এবং দিনহাটা পুলিশ ঘিরে রেখেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বর অভিযোগ, তৃণমূলের প্রার্থীর বাড়িতে চলছিল বোমা তৈরির কাজ। তৃণমূল প্রার্থীর স্বামী সাদ্দাম মিঞা এই ঘটনার সঙ্গে জড়়িত বলে অভিযোগ। বোমা বানাতে গিয়েই বোমা ফেটে যায় বলে দাবি বিজেপির। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। সিটাই কেন্দ্রের বিধায়ক জগদীশ বসুনিয়ার বক্তব্য, “বিজেপিই আসলে ভয় দেখাতে বোমা বিস্ফোরণ করছে। ওটা বিজেপিরই কাজ। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।”