Minakshi Mukherjee: ‘তৃণমূলের উন্নয়ন হয়েছে অর্পিতার ফ্ল্যাটে’, কটাক্ষ মীনাক্ষীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 16, 2022 | 1:04 AM

সোমবার সিপিআইএম-এর কর্মশালা শেষ হলে হরিশ্চন্দ্রপুরেই সভা করতে চলেছে তৃণমূল। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ।

Minakshi Mukherjee: তৃণমূলের উন্নয়ন হয়েছে অর্পিতার ফ্ল্যাটে, কটাক্ষ মীনাক্ষীর
হরিশ্চন্দ্রপুরে মীনাক্ষী মুখোপাধ্যায়।

Follow Us

হরিশ্চন্দ্রপুর: পঞ্চায়েত ভোটের আগেই বাম-তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে সরগরম হয়ে উঠতে চলেছে মালদার হরিশ্চন্দ্রপুর। আগামী রবিবার থেকে হরিশ্চন্দ্রপুরে শুরু হতে চলেছে বামেদের যুব ফেডারেশনের কর্মশালা। তবে তার আগেই হরিশ্চন্দ্রপুরে পা রেখে রাজ্যের শাসকদল নিয়ে কটাক্ষ করলেন DYFI-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগ-দুর্নীতির অভিযোগ তুলেও সরব হন তিনি।

এদিন মূলত যুব ফেডারেশনের সাংগঠনিক কর্মশালার প্রস্তুতি খতিয়ে দেখতে হরিশ্চন্দ্রপুরে যান মীনাক্ষী মুখোপাধ্যায়। হরিশ্চন্দ্রপুরের সিপিআইএমের দলীয় কার্যালয়, কুলদীপ মিশ্র ভবনে যুব নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন তিনি। সেই আলোচনার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন মীনাক্ষী মুখোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসকদল উন্নয়নের নিরিখে এগিয়ে রয়েছে কিনা প্রশ্নের জবাবে বাম যুব নেত্রী বলেন, “তৃণমূলের উন্নয়ন মানুষ অর্পিতার ফ্ল্যাটেই দেখেছে। রাজ্য সরকার চেয়েছে বলেই নিয়োগ দুর্নীতি হয়েছে।”

সোমবার সিপিআইএম-এর কর্মশালা শেষ হলে হরিশ্চন্দ্রপুরেই সভা করতে চলেছে তৃণমূল। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। এটা কি মীনাক্ষী মুখোপাধ্যায়ের সভার পাল্টা সভা? প্রশ্নের জবাবে মীনাক্ষী মুখোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন, “আমাদের সঙ্গে কথা বলে তৃণমূল সভা ঠিক করে না।” তবে তিনি বিষয়টি উড়িয়ে দিলে রাজ্যের শাসকদল সিপিএম-কে পাল্টা জবাব দিতেই হরিশ্চন্দ্রপুরে সভা করতে চলেছেন বলে রাজনৈতিক মহলের দাবি।

প্রসঙ্গত, আগামী ১৮ এবং ১৯ ডিসেম্বর হরিশ্চন্দ্রপুরে শুরু হতে চলেছে গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ সংগঠনের রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মশালা। তার প্রস্তুতি খতিয়ে দেখতেই এদিন হরিশ্চন্দ্রপুরে আসেন DYFI-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি হরিশ্চন্দ্রপুরের সিপিআইএমের দলীয় কার্যালয়, কুলদীপ মিশ্র ভবনে যুব নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন। সভার প্রস্তুতি এবং সংগঠন নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

এদিকে, আগামী সপ্তাহেই হরিশ্চন্দ্রপুরে সভার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। তৃণমূল নেত্রী সায়নী ঘোষ খোদ সেখানে গিয়ে সভার প্রস্তুতি শুরু করেছেন। আসন্ন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেই যে সিপিএম, তৃণমূল কংগ্রেসের গড়ে সংগঠন মজবুত করতে তৎপর, তা বলা বাহুল্য।

Next Article