Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফৌজদারি মামলায় অভিযুক্ত বিধায়কদের তালিকায় কোন দল এগিয়ে?

দলের রং যাই হোক না কেন, সেই দলের নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়ে রয়েছে ভুরি ভুরি। বেশ কিছু ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় মামলা থাকলেও বিচার প্রক্রিয়ার স্লথ গতিতে তা আটকে। এ রাজ্যের ছবিটাও ভিন্ন নয়।

ফৌজদারি মামলায় অভিযুক্ত বিধায়কদের তালিকায় কোন দল এগিয়ে?
অলংকরণ- অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Mar 04, 2021 | 10:25 PM

কলকাতা: রাজনীতির সঙ্গে অপরাধের (Criminal Record) সম্পর্ক যেন লতায়-পাতায়। দলের রং যাই হোক না কেন, সেই দলের নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়ে রয়েছে ভুরি ভুরি। বেশ কিছু ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় মামলা থাকলেও বিচার প্রক্রিয়ার স্লথ গতিতে তা আটকে। এ রাজ্যের ছবিটাও ভিন্ন নয়। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর তথ্য অনুযায়ী, এ রাজ্যে (West Bengal) বিধায়কদের (MLA) একটা বড় অংশ বিধায়ক ফৌজদারি মামলায় অভিযুক্ত। তৃণমূল, বিজেপি, সিপিএম বা কংগ্রেস, কোনও দলই এই দিক থেকে ভিন্ন নয়।

যদি পশ্চিমবঙ্গ বিধানসভার দিকে তাকানো যায়, তা হলে ব্যাপারটা স্পষ্ট হবে। প্রথম সারির রাজনৈতিক দলগুলির নির্বাচিত সদস্যদের নামে বিভিন্ন অভিযোগে মামলা চলছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর রিপোর্ট বলছে, দল নির্বিশেষে একাধিক বিধায়ক ফৌজদারি মামলায় অভিযুক্ত। যার মধ্যে গুরুতর মামলা রয়েছে প্রচুর।

কোন দলের কত বিধায়ক অভিযুক্ত ফৌজদারি মামলায়?

criminal record of west bengal mlas

অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর রিপোর্ট অনুযায়ী, রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বিরুদ্ধে মোট ৬৮ টি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ৬১ টি গুরুতর। অভিযুক্তের তালিকায় রয়েছেন ৩০ শতাংশ তৃণমূল বিধায়ক। জাতীয় কংগ্রেসের বিধায়কদের ক্ষেত্রে ফৌজদারি মামলার সংখ্যা ২০ টি। এর মধ্যে ১৫ টি গুরুতর। শতাংশের নিরিখে কংগ্রেসের ৩৯ শতাংশ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সিপিএম-এর ক্ষেত্রে অভিযুক্তের হার বেশি। অভিযুক্ত ৪২ শতাংশ বিধায়কদের বিরুদ্ধে রয়েছে ১১ টি ফৌজদারি মামলা। গুরুতর অভিযোগের সংখ্যা ১০। বিজেপির আসন কম হওয়ার কারণে মামলার সংখ্যা কম। তবে বিজেপির ৫০ শতাংশ বিধায়কই অভিযুক্তের তালিকায়। ফৌজদারি মামলার সংখ্যা ৩। সবগুলিই গুরুতর।

criminal record of west bengal mlas

অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

অন্যদিকে, বিধায়কদের মধ্যে খুনে অভিযুক্ত বিধায়কদের সংখ্যা ৭। অভিযুক্ত বিধায়কদের মধ্যে ২৪ জনের বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার অভিযোগ। মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে ১০ জন বিধায়কের বিরুদ্ধে।