100 days working: বকেয়া ২০ লক্ষের বেশি! একবছর কাটলেও ১০০ দিনের কাজের টাকা পাননি হাজার হাজার শ্রমিক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 05, 2022 | 1:56 PM

Balurghat: দীর্ঘদিন আগে কাজের টাকা না পেয়ে সমস্যায় পড়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কুয়ারণ এলাকার শতাধিক শ্রমিক৷

100 days working: বকেয়া ২০ লক্ষের বেশি! একবছর কাটলেও ১০০ দিনের কাজের টাকা পাননি হাজার হাজার শ্রমিক
বালুরঘাট বিক্ষোভ (নিজস্ব চিত্র)

Follow Us

বালুরঘাট: এক বছর আগে শ্রমিকরা একশো দিনের কাজ করেছিলেন। ঠাঁ-ঠাঁ রোদের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন। কিন্তু সে কাজের এখনও কোনও টাকা পাননি হাজার হাজার শ্রমিক। কবে টাকা পাবেন এই আশায় দিন গুনছেন দক্ষিণ দিনাজপুর জেলার হাজারো শ্রমিক। নিজের হকের টাকা পেতে মাঝেমধ্যেই স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও অফিসে গিয়ে খোঁজ নিচ্ছেন সকলে। বারংবারই আশ্বাস দেওয়া হচ্ছে। বলা হচ্ছে সরকারি টাকা তাঁরা পাবনই। এই করতে-করতে একটা বছর কেটে যেতে বসেছে। দীর্ঘদিন আগে কাজের টাকা না পেয়ে সমস্যায় পড়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কুয়ারণ এলাকার শতাধিক শ্রমিক৷

শ্রমিকদের দাবি, কেউ পাবেন ২০ হাজার, আবার কেউ পাবেন ১০ হাজার। কেউ আরও বেশি পাবেন। এক বছর ধরে আসায় বসে আছেন কাজের টাকা পাবেন এই আশায়। বাড়ির পুরুষদের পাশাপাশি মহিলারাও বাড়তি উপার্জনের জন্য কাজ করেছিলেন। স্বামীর চিকিৎসার জন্য কাজ করেছিলেন। একবারে মোটা টাকা পেলে পরে স্বামীকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করবেন৷ আবার অনেকে ছেলেমেয়ের পড়াশোনার জন্য কাজ করেছিলেন। এক সঙ্গে মোটা টাকাটা পেলে অনেকটাই সংসারের হাল ধরতে সুবিধা হবে। কিন্তু সেই আসায় আসায় শুধু দিন কেটে যাচ্ছেন। পাছেন না কাজের টাকা। অনেকে আবার টাকা লোভ দেখিয়ে বিভিন্ন মিছিল-মিটিংয়ে পাড়ার মহিলাদের নিয়ে যাচ্ছেন। কাজের টাকা পাবেন ওই আসায় সেসব মিটিং-মিছিলে যাচ্ছেনও তাঁরা। কিন্তু তারপরও পাচ্ছেন না টাকা।

এ বিষয়ে চকভৃগু পঞ্চায়েতের প্রধান পিটার বাড়ুই বলেন, ‘শুধুমাত্র চকভৃগু গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজের টাকা বাকি রয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকা। যেখানে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেছিল। এক বছর ধরে সেই কাজের টাকা শ্রমিকদের দিতে পারছেন না। যার ফলে তাঁকে রাস্তায় লোকজন দেখলেই টাকার কথা জিজ্ঞেস করছেন। কোনও উত্তর দিতে পারছেন।’

Next Article