Sabuj Sathi: ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল? TMC নেতা বললেন ‘গুজব’
Gangarampur: জানা গিয়েছে, প্রতি সপ্তাহের রবিবার গঙ্গারামপুরের শিববাড়িতে হাট বসে। হাটে লম্বা লাইনে একের পর এক রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দাঁড় করানো রয়েছে। সেই হাটে বিক্রি হচ্ছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল।

গঙ্গারামপুর: এর আগে বাংলাদেশে ‘সবুজ সাথীর’ সাইকেল বিক্রির ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথির সাইকেল বিক্রি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের হাটে শিববাড়ি হাটে। বিষয়টি নজিরে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। রীতিমতো সবুজ সাথীর সাইকেল ও রাজ্য সরকারের লোগো লাগানো অবস্থাতেই সাইকেল গুলির বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। হাটে সাইকেল কিনতে দরদাম করছেন ব্যবসায়ী থেকে ক্রেতারা। কারও কাছে দু’হাজার আবার কারো কাছে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে সেই সাইকেল। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শিববাড়ি হাটের।
কিন্তু সেই দিকে হুশ নেই ব্লক প্রশাসনের। যে ঘটনার জেরে রীতিমত শোরগোল গঙ্গারামপুর জুড়ে। এনিয়ে সরব হয়েছে বিজেপি। এর পেছনে তৃণমূল নেতারা জড়িত বলেই দাবি তাদের। পাল্টা সবুজ সাথীর সাইকেল হাটে বিক্রি হওয়ার কথা অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।
জানা গিয়েছে, প্রতি সপ্তাহের রবিবার গঙ্গারামপুরের শিববাড়িতে হাট বসে। হাটে লম্বা লাইনে একের পর এক রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দাঁড় করানো রয়েছে। সেই হাটে বিক্রি হচ্ছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল।রীতিমত সেই সাইকেল গুলিতে রাজ্য সরকারের লোগো লাগানো রয়েছে। সবুজ সাথী প্রকল্পের সাইকেলগুলি বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায়।
বহুদিন ধরেই গঙ্গারামপুরের ওই হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি করা হয়। কিন্তু সেই দিকে নজর নেই ব্লক প্রশাসনের ও থানার। জেলা পরিষদের সহ সভাধিপতি ও অভিভাবকেরা চাইছেন হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি ঘটনা স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন।
জেলা তৃণমূল সহ সভাপতি সুভাষ চাকি বলেন, “খবরটা পেয়েছি। প্রশাসনের নজরে আছে। কী ঘটনা বলতে পারব না। এটা গুজবও হতে পারে। কিন্তু সবটা খতিয়ে দেখা হচ্ছে।”

