ইসলামপুর: দুর্গাপুজোতেও চলেছিল প্রতিবাদ। পুজো কার্নিভালের সঙ্গে হয়েছিল দ্রোহের কার্নিভাল। এবার কালীপুজোও তার আঁচ। দীপাবলিতে পাঁচ হাজারের বেশি প্রদীপ জ্বালিয়ে তিলোত্তমাকে উৎসর্গ করা হল ইসলামপুর হাইস্কুলের মাঠে। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। চলছে মামলা। জোরকদমে তদন্ত চালাচ্ছে সিবিআই। যদিও এখনও পর্যন্ত মূল অভিযুক্ত হিসাবে কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিক ভলান্টিয়ারের কথাই বলছেন সিবিআইয়ের তদন্তকারীরা। যা নিয়ে চলছে চাপানউতোর। প্রতিবাদের আঁচ কিছুটা কমলেও এখনও রাস্তায় জুনিয়র ডাক্তারেরা।
এই আবহে এবার দীপাবলিতে অভিনব প্রতিবাদ ইসলামপুুরে। আলোর উৎসবে মেতে বাংলা। কিন্তু ইসলামপুরের মানুষেরা উৎসবে সামিল হয়েও ভুললেন না তিলোত্তমাকে। এলাকার ক্রিকেট একাডেমির পক্ষ থেকে ইসলামপুর হাইস্কুল ময়দানে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ হাজারেরও বেশি প্রদীপ জ্বালানো হল। যোগ দিলেন একাডেমির শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা। যোগ দিলেন এলাকার অনেক সাধারণ মানুষও।
একাডেমির শিক্ষক জয়ন্ত চন্দ্র বলছেন, গত পাঁচ বছর ধরেই তাঁরা এই উদ্যোগ নিয়ে চলেছেন। গত বছর প্রায় ৪ হাজারের কাছাকাছি প্রদীপ জ্বালানো হয়েছিল। এবার সংখ্যাটা বেড়ে ৫ হাজার হয়েছে। কিন্তু এবারের দীপাবলি তাঁদের কাছে প্রতিবাদের দীপাবলি। তিলোত্তমার যাতে সুবিচার পায় সেই দাবিকে সামনে রেখেই তাঁরা এবার প্রদীপ হাতে ময়দানে নেমেছেন। প্রদীপ দিয়েই লেখা হয়েছে, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘উই শ্যাল ওভারকামের’ মতো স্লোগান। আর সবটাই উৎসর্গ করা হচ্ছে তিলোত্তমার জন্য।