Balurghat: ভাইফোঁটার দিন পরপর দুই মৃত্যু ঘিরে ব্যাপক শোরগোল বালুরঘাটে, কপালে চিন্তার ভাঁজ পুলিশের

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

Nov 03, 2024 | 4:59 PM

Balurghat: জানা গিয়েছে, এদিন দুপুরে রেল ব্রিজ সংলগ্ন এলাকায় আত্রেয়ী নদীতে ওই অজ্ঞাত পরিচয় যুবককে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নজর আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান যুবকের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে হবে।

Balurghat: ভাইফোঁটার দিন পরপর দুই মৃত্যু ঘিরে ব্যাপক শোরগোল বালুরঘাটে, কপালে চিন্তার ভাঁজ পুলিশের
শোরগোল জেলাজুড়েই
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বালুরঘাট: পর পর দুই মৃত্যু। ব্যাপক শোরগোল বালুরঘাটে। ভাইফোঁটার দিন বালুরঘাট থানার খিদিরপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ। বিষয়টি এদিন দুপুরে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে। 

জানা গিয়েছে, এদিন দুপুরে রেল ব্রিজ সংলগ্ন এলাকায় আত্রেয়ী নদীতে ওই অজ্ঞাত পরিচয় যুবককে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নজর আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান যুবকের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে হবে। অন্যদিকে অন্যদিকে পাথর বোঝাই লরির নীচে চাপা পড়ে মৃত্যু হল এক লরি কর্মীর। রবিবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বাদামাইল জোড়কুড়িতে। মৃতের নাম এনামুল মণ্ডল(৩৭)। বাড়ি পতিরাম থানার চকহাই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। 

ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান গাড়ির চালক। এদিকে বিষয়টি জানাজানি হতেই মৃতের দাদা বালুরঘাট থানায় লরি চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, এদিন বাদামাইল এলাকার একটি গোডাউনে গাড়ির ওজন করিয়ে বের হচ্ছিল লরিটি। অন্যদিকে রাস্তা দেখছিল পেশায় খালাসি এনামুল। সেই সময় গাড়িতে উঠতে গিয়ে কোন ভাবে পরে যায় সে। যার ফলে লরির চাকার নিচে ঢুকে রাস্তাতেই পিষে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। 

Next Article