Snake Venom: পাচারের আগেই বালুরঘাটে উদ্ধার ১২ কোটি টাকার সাপের বিষ ভর্তি জার, নেপথ্যে আন্তর্জাতিক পাচার চক্র?

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

Jul 14, 2023 | 10:29 PM

Snake Venom: তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। বিএসএফ সূত্রে খবর, জারটির ওজন ২ কেজি ৪৬০ গ্রাম।

Snake Venom: পাচারের আগেই বালুরঘাটে উদ্ধার ১২ কোটি টাকার সাপের বিষ ভর্তি জার, নেপথ্যে আন্তর্জাতিক পাচার চক্র?
বড় অপারেশন বিএসএফের
Image Credit source: TV-9 Bangla

Follow Us

হিলি: পাচারের আগেই ফের সাপের বিষ ভর্তি জার উদ্ধার দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur)। এদিন জেলার হিলি সীমান্তে জার ভর্তি সাপের বিষ উদ্ধার করে বিএসএফ (BSF)। বৃহস্পতিবার গভীর রাতে হিলি থানার উত্তর আগ্রা গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তে হানা দেয় বিএসএফের একটি দল। আগে থেকেই তাদের কাছে খবর ছিল সাপের বিষের বিষয়ে। জোরকদমে ওই এলাকায় তল্লাশি চালায় বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। উদ্ধার হয় খবরের কাগজে মোড়া একটি কাচের জার। 

খবর কাগজের মোড়ক খুলতেই দেখা যায় ভিতরে রয়েছে একটা বিশালাকার কাচের জার। বিএসএফ সূত্রে খবর, আন্তর্জাতিক পাচার চক্রের হাত ধরেই জারটি বাংলা এসেছে। জারটি তৈরি হয়েছে ফ্রান্সে। সেখান থেকেই চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে আনা হয়েছিল। কিন্তু, পাচারের বিষয়ে আগেই খবর এসে গিয়েছিল বিএসএফের কাছে। শেষে অভিযানে মেলে সাফল্য। 

তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। বিএসএফ সূত্রে খবর, জারটির ওজন ২ কেজি ৪৬০ গ্রাম। এই ধরনের জারের আনুমানিক বাজারমূল্য় প্রায় ১২ কোটি টাকা। তবে তাতে কোন সাপের বিষ রয়েছে সে বিষয়ে খোঁজ চলছে। ইতিমধ্যেই জার সমেত সাপের বিষ বালুরঘাট বন দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। সূত্রের খবর, কোন সাপের বিষ তা জানতে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য মুম্বইয়ে পাঠানো হবে।

Next Article