বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার তিওরে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় এক বিজেপি (BJP) নেতা সহ মোট চারজনকে দোষীসাব্যস্ত করে সাজা ঘোষণা জেলা আদালতের। অভিযুক্ত চারজনের মধ্যে একজন বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতি রয়েছেন বলে খবর। ওই বিজেপি নেতার নাম সুব্রত মালি। খুনের মামলায় ধৃতদের মধ্যে শুভম কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি প্রশান্ত সাহানি ও বিজেপি নেতা সুব্রত মালিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দীপক দাসকে ৬ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। শুক্রবার এই রায় ঘোষণা করে বালুরঘাট জেলা আদালতের এডিজি কোর্টের বিচারক অনন্তকুমার সিংহ মহাপাত্র। এদিকে দোষীরা সাজা পাওয়ায় খুশি মৃতর স্ত্রী মুক্তি কর্মকার।
২০২১ সালের ৯ জুলাই রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বিনশিরা গ্রাম পঞ্চায়েতের তিওর এলাকার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকারকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় মৃত্যু হয় ওই স্বর্ণ ব্যবসায়ীর৷ পর দিন মৃতের স্ত্রী মুক্তি কর্মকার হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে শুভম ও প্রশান্তকে বিহার থেকে ভাড়া করে আনার অভিযোগ ওঠে বিজেপি নেতার বিরুদ্ধে। এদিকে ওই ঘটনায় ছয়জনের বিরুদ্ধে চার্জশিট জমা করে হিলি থানার পুলিশ। ধৃত ছয়জনের মধ্যে এদিন চারজনের সাজা ঘোষণা করেন বিচারক। বাকি দুজন সাক্ষীর অভাবে বেকসুর খালাস হয়ে যায়।
এ বিষয়ে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, “২০২১ সালের জুলাই মাসে সোনার দোকানের মালিক প্রদীপ কর্মকারের খুনের মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। শুক্রবার ওই মামলার রায় দেন বিচারক। চারজনের মধ্যে শুভম কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রশান্ত সাহানি ও সুব্রত মালিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দীপক দাসকে ৬ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি বিভিন্ন ধারায় তাদের জরিমানা করা হয়েছে।”
এবিষয়ে খুন হওয়া ওই ব্যবসায়ীর স্ত্রী মুক্তি কর্মকার বলেন, “সোনা ছিনতাই করতে গিয়ে আমার স্বামীকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। আমরা প্রথম থেকেই দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছি। আজ তাদের শাস্তি হয়েছে। তাতে আমরা সন্তুষ্ট।”
এবিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, তিওরে ব্যবসায়ী খুনের ঘটনায় বিজেপির কেউ যুক্ত ছিল এটা তাঁর জানা নেই। কেউ যদি অপরাধ করে তাহলে তাঁকে তার শাস্তি পেতেই হবে। এখানে রঙের কোনও ব্যাপার নেই।