বালুরঘাট : রান্না করার সময় বিস্ফোরণ (Blast)। বিস্ফোরণের জেরে গুরুতর জখম এক প্রৌঢ়া। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বালুরঘাট (Balurghat) শহরের তিন নম্বর ওয়ার্ডের অত্রি কলোনি এলাকায়। বিষয়টি নজরে আসতেই ওই প্রৌঢ়াকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিস্ফোরণের জেরে তাঁর মুখ ও চোখে গুরুতর আঘাত লেগেছে বলে জানতে পারা যাচ্ছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
আহত প্রৌঢ়ার নাম সীমা সরকার (৫৪)। বাড়ি বালুরঘাট শহর ৩ নম্বর ওয়ার্ডের উত্তর চকভবানী অত্রি কলোনি এলাকায়। তাঁদের পরিবারের অবস্থা বিশেষ ভাল নয়। রান্নার জন্য জঙ্গল থেকে কুড়িয়ে আনা শুকনো কাঠ, ডালপালাই ভরসা। এদিনও সেগুলি দিয়েই রান্না কাজ করছিলেন তিনি। সূত্রের খবর, এদিন দুপুরে ওই প্রৌঢ়া ভাত রান্না করার সময় হঠাৎই বিস্ফোরণ হয়। আওয়াজ শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন ওই প্রৌঢ়া। গুরুতর আহত অবস্থায় তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে আচমকা বিস্ফোরণ ঘটল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে যায় উনুন। পড়ে যায় ভাতের হাঁড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বর্তমানে ওই মহিলার অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।
এ বিষয়ে আহত প্রৌঢ়ার স্বামী নিরঞ্জন সরকার বলেন, “ওকে নিষেধ করি রাস্তার জিনিস কুড়িয়ে না আনতে। বাড়িতে যা আছে তা দিয়েই রান্না করতে বলি। কিন্তু, কথা শোনে না। গতকাল একটি বিয়ে বাড়ির পড়ে থাকা সব নিয়ে এসেছিল৷ যার মধ্যে পটকা ছিল বলে মনে হয়। যা ফেটেই আহত হয়েছে। তবে বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছে৷” খবর গিয়েছে পুলিশেও। ঘটনা প্রসঙ্গে ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই। কী হয়েছিল তা খোঁজ নেওয়ার পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।