কুমারগঞ্জ: সাধারণ মানুষের অভাব অভিযোগের খোঁজ খবর নিতে ‘দিদির দূত’ (Didir Doot) কর্মসূচি শুরু করেছে তৃণমূল (TMC)। কিন্তু সেই কর্মসূচিতে গিয়েও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মানুষের সঙ্গে কথা বলেননি। শুধু মাত্র মঞ্চে ভাষণ দিয়েছেন। এমনই অভিযোগ তুলেছেন বিরোধীরা। সোমবার কুমারগঞ্জ ব্লকের বটুন অঞ্চলে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বটুন গ্রাম বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। এই অঞ্চলটিও বিজেপির দখলেই রয়েছে। সেই এলাকাতেই দিদির দূত হিসেবে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে বিজেপির পরিচালিত বটুন গ্রাম পঞ্চায়েতে অরূপ বিশ্বাসের এই সফর শুরু হল রাজনৈতিক তরজা। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী মন্ত্রী অরূপ বিশ্বাসের এই ভ্রমণকে সাজানো মঞ্চে নাটক বলে কটাক্ষ করেছেন।
সোমবার সকাল থেকে বটুন গ্রাম পঞ্চায়েত এলাকায় অরূপ বিশ্বাস ‘দিদির দূত’ হিসেবে ঘুরে বেড়ালেও সাধারণ মানুষের সঙ্গে সেভাবে কথা বলেননি বলেই দাবি বিজেপির জেলা সভাপতির। বিরোধীদের দাবি, অধিকাংশ গ্রামেই আগে থেকেই কিছু মানুষকে জড় করে রেখে ভিড় করা হয়েছিল এবং চেয়ার টেবিল রাখা হয়েছিল বসার জন্য। অভিযোগ, সেখানে বসে মন্ত্রী শুধুমাত্র নিজে বক্তব্য রেখেছেন, সেই ভাবে কারও কথা শোনেননি বলেই অভিযোগ।
জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, ‘নানা ভাবে উন্নয়ন আটকানোর চেষ্টা করা হলেও বটুন গ্রাম পঞ্চায়েতে যথেষ্ট উন্নয়ন হয়েছে। তাই এই এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সাহস নেতা মন্ত্রীদের নেই। কারণ মানুষের সামনে গেলে মানুষ সত্যিটা জানতে চাইবে। তখনই সত্যিটা ফাঁস হয়ে যাবে।’
অন্যদিকে, মন্ত্রী অরূপ বিশ্বাসের দাবি, গ্রামাঞ্চলে অভাবনীয় পরিবর্তন হয়েছে, আর যা কিছু উন্নয়ন হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণেই। এখানে বিজেপির কোনও কৃতিত্ব নেই। তাঁর কথায়, বিজেপির গ্রাম পঞ্চায়েত হলেও কাজ তো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক গ্রামে যাচ্ছি মানুষের মুখে শুধুই হাসি দেখছি। সবাই তো ‘মমতা ব্যানার্জি’ জিন্দাবাদ বলছেন।
এদিকে এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার, যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।