Balurghat Body: শৌচাগারের সামনে ঠাঁয় বসে ছিলেন ঘণ্টা খানেক, চোখের পলকও পড়ছিল না ব্যবসায়ীর, গায়ে হাত দিতেই….

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 10, 2023 | 9:47 AM

Balurghat Body: প্রত্যক্ষদর্শী নিতাই দেবনাথ ও হজরত শেখ জানিয়েছেন, মৃত ব্যক্তি হিলি থেকে আসা একটি বাসে করে বালুরঘাট বাস স্ট্যান্ডে নামেন।

Balurghat Body: শৌচাগারের সামনে ঠাঁয় বসে ছিলেন ঘণ্টা খানেক, চোখের পলকও পড়ছিল না ব্যবসায়ীর, গায়ে হাত দিতেই....
বাসস্ট্যান্ডে দেহ উদ্ধার

Follow Us

বালুরঘাট: বৃহস্পতিবার রাতে বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বর থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরের পৌরসভার শৌচাগারের সামনে মৃত অবস্থায় উদ্ধার হয়৷ এদিকে রাতে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট বালুরঘাট থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এদিকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হিলি থেকে আসা একটি বাসে ওই ব্যক্তি বালুরঘাট বাস স্ট্যান্ডে নামে। এরপর তিনি শৌচাগারের সামনে বসেন। এদিকে অনেকক্ষণ হয়ে গেলেও একই ভাবে ওই ব্যক্তি বসেছিলেন একই জায়গায়৷

বিষয়টি দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কাছে গিয়ে হাত দিয়ে ডাকতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বিষয়টি জানাজানি হতেই এরপর ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ৷ পরে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়৷ এদিকে মৃত ব্যক্তিকে কেউ চিনতে পারেননি। তবে হাতে ব্যাগ থেকে পুলিশ ও স্থানীয়দের অনুমান, মৃত ব্যক্তি ব্যবসায়ী হতে পারেন। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

এবিষয়ে প্রত্যক্ষদর্শী নিতাই দেবনাথ ও হজরত শেখ জানিয়েছেন, মৃত ব্যক্তি হিলি থেকে আসা একটি বাসে করে বালুরঘাট বাস স্ট্যান্ডে নামেন। এরপর তাঁর মৃতদেহ উদ্ধার হয় বাস স্ট্যান্ড চত্বরে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের প্রাথমিক অনুমান, হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। অন্যদিকে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান তাঁরা। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি তার নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Next Article