Patient Death: চিকিৎসার গাফিলতির অভিযোগ, বালুরঘাটে মৃত্যু রোগীর

Rupak Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 30, 2024 | 11:36 PM

Balurghat: তবে দুপুর হয়ে গেলেও ছবি না করায় হাসপাতালে কর্মরত নার্সদের কাছে কারণ জানতে চান পরিবারের লোকজন। তখন জানতে পারেন চিকিৎসক এই সব কিছুই লিখেননি। অবশেষে কিছু বাদে মারা যায় ওই রোগী। এতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার৷ চিকিৎসায় গাফিলতির কারণেই রোগীর মৃত্যু হয়েছে।

Patient Death: চিকিৎসার গাফিলতির অভিযোগ, বালুরঘাটে মৃত্যু রোগীর
বালুরঘাটে রোগীর মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতালে ফের চিকিৎসায় গাফিলতি রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট জেলা হাসপাতালে মেডিসিন বিভাগে। বিষয়টি জানাজানি হতেই সোমবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনের মেডিসিন বিভাগে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে এনিয়ে অভিযোগ দায়ের করতে চলেছে মৃতের পরিবার। অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ।

জানা গিয়েছে,মৃতের নাম দুলাল সরকার(৫৪)। বাড়ি বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কালিকাপুরে। গত শনিবার রক্তাল্পতা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। গতকাল এক ইউনিট রক্ত দেওয়াও হয়। এদিকে গতকাল মধ্য রাত থেকে রোগীর পেট ব্যথা শুরু হয়। এর জন্য রাতে ওষুধ দেয়। কিন্তু তাতেও কমেনি। আজ পেটের ছবি ও আরো এক ইউনিট রক্ত দেওয়ার কথা ছিল। এর জন্য রোগীকে না খাইয়ে রাখতে বলেন চিকিৎসক। কিন্তু প্রেসক্রিপশনে ছবি তোলা বা রক্ত দেওয়ার কোনও কিছু লিখেননি চিকিৎসক বলেই দাবি পরিবারের বলে দাবি। এর জন্য আজ দুপুর পর্যন্ত রোগীকে না খাইয়ে রাখে পরিবার।

তবে দুপুর হয়ে গেলেও ছবি না করায় হাসপাতালে কর্মরত নার্সদের কাছে কারণ জানতে চান পরিবারের লোকজন। তখন জানতে পারেন চিকিৎসক এই সব কিছুই লিখেননি। অবশেষে কিছু বাদে মারা যায় ওই রোগী। এতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার৷ চিকিৎসায় গাফিলতির কারণেই রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসকের কথা মত রোগীকে না খাইয়ে রেখেছিলেন পরিবার৷ তার জন্যই মৃত্যু হয়েছে বলে দাবি তাঁদের। মৃতের স্ত্রী রিনা সরকার বলেন, “ওঁর রক্ত একদম শূন্য হয়ে গিয়েছিল। ফটো তুলবে বলে না খাইয়ে রাখল। আজকে ভুলের জন্যই আমার স্বামী মারা গেল।”

এদিকে বিষয়টি শুনেছেন বলে জানান বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

 

Next Article