Balurghat: পাঁচ বছরের পড়ুয়াকে যৌন নির্যাতন, ৯ বছর পর স্কুলেরই কর্মীর ২০ বছরের কারাদণ্ড
Balurghat: ২০১৬ সালে ডিসেম্বর মাসে বালুরঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আপত্তিকর ঘটনা ঘটে। পাঁচ বছর বয়সের এক পড়ুয়ার সঙ্গে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে।
বালুরঘাট: কেউ না থাকার সুযোগে পাঁচ বছরের এক পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল বেসরকারি স্কুলের কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনার প্রায় নয় বছর পর যৌন নির্যাতন করার অভিযোগে স্কুলেরই এক কর্মীকে ২০ বছরের কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। বুধবার অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরাও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বালুরঘাট জেলা আদালতের স্পেশ্যাল পকসো কোর্টের বিচারক শরন্যা সেন প্রসাদ৷
জানা গিয়েছে, ২০১৬ সালে ডিসেম্বর মাসে বালুরঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আপত্তিকর ঘটনা ঘটে। পাঁচ বছর বয়সের এক পড়ুয়ার সঙ্গে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। স্কুলের ছাত্রের সঙ্গে যৌন নির্যাতনের বিষয়টি জানাজানি হতেই এনিয়ে শোরগোল পড়েছিল শহর জুড়ে।
সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। পকসো কোর্টে দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া চলছিল। অবশেষে এই ঘটনায় সব সাক্ষ্য প্রমাণ শোনার পর অভিযুক্ত ওই স্কুলের কর্মীকে মঙ্গলবারই দোষী সাব্যস্ত করেছেন বিচারক। বুধবার ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। দীর্ঘদিন পর হলেও অভিযুক্তের সাজা হয় খুশি ছাত্রের পরিবার।