Balurghat: জলই জীবন! জলই কাড়ল স্কুলছাত্রের জীবন

Rupak Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 13, 2024 | 6:03 PM

Balurghat: মঙ্গলবার স্কুল ছুটি হওয়ার পরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল তন্ময়। খেলার পরে শরীর প্রচণ্ড ঘেমে যাওয়ায় মাঠের ধারে থাকা টিউবওয়েল থেকে জল খাওয়ার সময় গলায় জল আটকে যায়।

Balurghat: জলই জীবন! জলই কাড়ল স্কুলছাত্রের জীবন
স্কুলছাত্রের মৃত্যু

Follow Us

বালুরঘাট:  খেলার সময় জল খেতে গিয়ে মৃত্যু হল এক নাবালকের। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের তেলিপুকুর এলাকার। মৃত নাবালকের নাম তন্ময় কর্মকার(১২)। ওই নাবালক বদলপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্কুল ছুটি হওয়ার পরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল তন্ময়। খেলার পরে শরীর প্রচণ্ড ঘেমে যাওয়ায় মাঠের ধারে থাকা টিউবওয়েল থেকে জল খাওয়ার সময় গলায় জল আটকে যায়। সেখানেই বসে পড়ে ওই নাবালক। পরবর্তীতে বিষয়টি এলাকার লোকের নজরে এলে, সঙ্গে সঙ্গে তাঁকে সেখানকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে সেখান থেকে তাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে নাবালকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাটে।

Next Article