AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: যত চওড়া হবে রোদ, ততই ভিজবে গলা! নির্জলা গ্রামে সূর্যের আলো দেখাবে দিশা

Balurghat: সাংসদ তহবিল থেকে এই পানীয় জলের মেশিন বসানো হয়েছে৷ প্রায় তিন লক্ষ টাকা ব্যায়ে এই পানীয় জলের মেশিন বসানো হয়। প্রসঙ্গত, এই এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরে৷ অবশেষে বিষয়টি নজরে আসতেই এলাকায় পানীয় জলের মেশিন বসানো হয়।

Balurghat: যত চওড়া হবে রোদ, ততই ভিজবে গলা! নির্জলা গ্রামে সূর্যের আলো দেখাবে দিশা
বালুরঘাটে সৌরবিদ্যুৎচালিত পানীয় জলের মেশিনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 13, 2024 | 3:09 PM
Share

বালুরঘাট: গরম পড়তেই গ্রামে জলের হাহাকার শুরু হয়েছিল। পানীয় জল আনতে যেতে হত দূরে৷ অবশেষে সাংসদের উদ্যোগে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের বদলপুর গ্রামে বসল পরিশুদ্ধ পানীয় জলের মেশিন। বুধবার দুপুরে সৌরবিদ্যুৎ দিয়ে চলা পানীয় জলের মেশিনের উদ্ধোধন করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে জলের মেশিনের উদ্ধোধন করেন সাংসদ ও গ্রামের বৃদ্ধরা। সাংসদের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব৷

সাংসদ তহবিল থেকে এই পানীয় জলের মেশিন বসানো হয়েছে৷ প্রায় তিন লক্ষ টাকা ব্যায়ে এই পানীয় জলের মেশিন বসানো হয়। প্রসঙ্গত, এই এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরে৷ অবশেষে বিষয়টি নজরে আসতেই এলাকায় পানীয় জলের মেশিন বসানো হয়। সৌর বিদ্যুৎ দ্বারা এই পানীয় জলের মেশিন চলবে। এর ফলে এলাকার জলকষ্ট কমবে। খুশি স্থানীয় বাসিন্দারা। যদিও জেলা প্রশাসনের অসুবিধার কারণে এই জলের মেশিন অনেকদিন পরে বসানো সম্ভব হল বলেই সুকান্ত মজুমদার দাবি করেছেন।

এদিকে এদিন সকালে বালুরঘাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খোরনা এলাকায় হরিবাসরে অংশগ্রহণ করলেন। বিজেপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, সুভাষ সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। দিনভর জেলার বিভিন্ন প্রান্তে নির্বাচনে প্রচার রয়েছে সুকান্ত মজুমদারের। পাশাপাশি মালদা জেলাতেও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।