বালুরঘাট: “আগামী দিন যদি আপনাদের রাস্তাঘাটে চলাচল করতে হয় তাহলে সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না।” কড়া ভাষাতে ঠিক এইভাবেই হুঁশিয়ার সরকারি তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। আবাস যোজনা দুর্নীতির প্রসঙ্গে মন্তব্য করে বিজেপি নেতা বলেন, “লিস্টে যাদের নাম এসেছে, তাদের মধ্যে যোগ্যদের ঘর দিন। যারা প্রাপক তাঁদের ঘর দিন। তার প্রতিবাদ কেউ করলে আমরা আপনাদের পাশে থাকব। তা না হলে আগামী দিনে সাধারণ মানুষ আন্দোলনে নামবেন৷”
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় আবাস যোজনার ঘরের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। যা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন এলাকায় এনিয়ে রাস্তা অবরোধ থেকে পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ থেকে বিজেপি। এ নিয়ে সরব হয়েছে জেলা বিজেপিও। বিভিন্ন ব্লক অফিসে এনিয়ে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির।
মঙ্গলবার বিকেলে কুশমণ্ডি ব্লক অফিসে বিক্ষোভ কর্মসূচি করা হয়। দলীয় নেতৃত্বরা আবাস যোজনার পাহাড় সমান দুর্নীতির নথি নিয়ে ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভের আগে বিজেপির তরফ থেকে আগে একটি মিছিল করা হয় কুশমণ্ডিতে। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা৷ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বেরিয়ে গোটা কুশমণ্ডি পরিক্রমা করেন।
এ দিনের বিক্ষোভ কর্মসূচি থেকেই তৃণমূল ও জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। বলেন, “তৃণমূল নেতাদের উদ্দেশে বলেন, “কুশমন্ডি থানার পুলিশকে সঙ্গে নিয়ে রাখুন। কারণ আপনাদের মানুষ খুঁজছে। আপনারা যা দুর্নীতি করেছেন তাতে আপনারা সুরক্ষিত নন। সেই কারণে আপনাদের বলছি আগামী দিনে রাস্তাঘাটে চলাফেরা করতে হলে সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না। এই রাজ্যকে আপনারা শেষ করে দিয়েছেন।”
গতকালের বিক্ষোভ কর্মসূচিতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয় কুশমণ্ডি ব্লক অফিস চত্ত্বরে। বিক্ষোভ কর্মসূচির পর বিজেপি প্রতিনিধিরা একাধিক দাবি সম্মেলিত পত্র কুশমণ্ডির যুগ্ম সমষ্টি আধিকারিকের হাতে তুলে দেন।
এই বিষয়ে জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সুভাষ চাকি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসনিক আধিকারিকরা স্বচ্ছতার সঙ্গেই সব কাজ করছে। আমি আশা করব আগামী দিনেও তাঁরা একইভাবে কাজ করবেন। এর মধ্যে অসচ্ছ্বতার কিছুই নেই।”