BJP leader: বিডিওকে চেয়ার ছুড়েছিলেন বিজেপি নেতা, আদালতে মামলা উঠতেই যা হল…

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

Dec 15, 2023 | 9:30 PM

BJP leader: ২০২২ সালের ১২ ডিসেম্বর বালুরঘাটের বিডিও অনুজ শিকদারকে চেয়ার ছুড়ে মারার অভিযোগ ওঠে বিজেপি নেতা সুভাষ সরকারের বিরুদ্ধে। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে। বালুরঘাট থানার পুলিশ ১১ দিনের মধ্যই ঘটনার চার্জশিট আদালতে জমা দেয়৷

BJP leader: বিডিওকে চেয়ার ছুড়েছিলেন বিজেপি নেতা, আদালতে মামলা উঠতেই যা হল…
চেয়ার ছোড়ার দৃশ্য
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বালুরঘাট: এক বছর আগে বালুরঘাটের বিডিওকে চেয়ার ছুঁড়ে মারার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতাকে দোষী সাব্যস্ত করল বালুরঘাট জেলা আদালতের বিচারক। শনিবার ওই নেতার সাজা ঘোষণা করা হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। তবে সাজা ঘোষণার আগেই জেলা বিজেপির তরফে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর। এদিকে পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এক বছর আগে বিডিওকে চেয়ার ছুঁড়ে মারার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এদিন তিনি দোষী সাব্যস্ত হতেই তা নিয়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। 

২০২২ সালের ১২ ডিসেম্বর বালুরঘাটের বিডিও অনুজ শিকদারকে চেয়ার ছুড়ে মারার অভিযোগ ওঠে বিজেপি নেতা সুভাষ সরকারের বিরুদ্ধে। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে। বালুরঘাট থানার পুলিশ ১১ দিনের মধ্যই ঘটনার চার্জশিট আদালতে জমা দেয়৷ এরপর ২০২৩ সালের ১১ মে এই মামলার চার্জ গঠন৷ হয়৷ অবশেষে এদিন এডিজে সেকেন্ড কোর্টের বিচারক শরন্যা সেন প্রসাদ সব কিছু খতিয়ে দেখে ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে৷ শনিবারের রায়ের পর এনিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অভিযুক্ত বিজেপি নেতার আইনজীবী সুদীপ রায় চৌধুরী।

জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ১২ ডিসেম্বরই অভিযোগ দায়ের হয়। ওই মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর পুলিশ চার্জশিট দেয়। ৯ অক্টোবর আসামীকে জিজ্ঞাসাবাদ করেন বিচারক। শুক্রবার দোষী সাব্যস্ত করা হয়। তিনি ভারতীয় দণ্ডবিধির ৪৪৭ ও ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই দুই ধারায় সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ এক বছরের জেল ও জরিমানা হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

ঘটনায় তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকি বলছেন, এর থেকে বিজেপিকে শিক্ষা নেওয়া উচিত। আগামীদিনে সরকারি আধিকারিক বা অন্য কোনও রাজনৈতিক কর্মীদের উপর হামলা করার আগে যেন ভাবে। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, আদালতকে সম্মান জানিয়েই বলছি, সেই ঘটনাটি একটি রাজনৈতিক ঘটনা ছিল। পরবর্তীতে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব।

Next Article