Panchayat Elections 2023: গণতন্ত্রের শবদেহ কাঁধে শ্মশানে যাচ্ছেন বিজেপি বিধায়ক, ‘সবই লোক দেখানো’, কটাক্ষ ঘাসফুল শিবিরের
Panchayat Elections 2023: গণতন্ত্রের শবদেহ কাঁধে নিয়ে হাঁটতে দেখা যায় বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে। তবে পদ্ম শিবিরের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির।
বালুরঘাট: পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) দামামা বাজতেই রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার এসেছে অশান্তির খবর। মনোনয়ন পর্বে তুমুল অশান্তি দেখা গিয়েছে ভাঙড়, ক্যানিং, চোপড়া সহ একাধিক জায়গা। মৃত্যুও হয়েছে একাধিক জনের। অসমর্থিত সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। দফায় দফায় উদ্ধার হয়েছে বোমা-গুলি। সিংহভাগ ক্ষেত্রেই শাসকদলের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধীরা। তারই প্রতিবাদে এবার অভিনব কর্মসূচি নিল বিজেপি (BJP)। পশ্চিমবঙ্গে সঙ্কটের মুখে গণতন্ত্র। গণতন্ত্রের নামে প্রহসন চলছে। তারই প্রতিবাদে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ীর নেতৃত্বে ও বালুরঘাট টাউন বিজেপির সহযোগিতায় বালুরঘাটে গণতন্ত্রের শেষ যাত্রা শুরু হল। বিজেপির দাবি, কোনও কিছুর শেষ হলেই তবেই হবে নতুন শুরু। তাই গণতন্ত্রের পুনর্জন্মের আশায় নেওয়া হয়েছে এই কর্মসূচি।
বিজেপি নেতারা বলছেন, গণতন্ত্রের শেষকৃত্য সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে গণতন্ত্রের নতুন করে পুনর্জন্ম হবে৷ এই বিশ্বাস থেকেই গণতন্ত্রের শেষযাত্রার আয়োজন করা হয়েছে। এদিন বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয় থেকে বালুরঘাট খিদিরপুর শ্মশান পর্যন্ত গণতন্ত্রের দেহ নিয়ে শ্মশান যাত্রা করে বিজেপি। শবযাত্রায় উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী, বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক অভিষেক সেনগুপ্ত, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিনয় বর্মন, বিজেপির শহর মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্য বিজেপি নেতৃত্বরা।
গণতন্ত্রের শবদেহ কাঁধে নিয়ে হাঁটতে দেখা যায় বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে। তবে পদ্ম শিবিরের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ চাকি। তিনি বলছেন, “লোক দেখাতেই এসব করছে ওরা। নির্বাচনের আগে এসব করেই থাকে বিজেপি। আর যদি গণতন্ত্রের মৃত্যু হয়েই থাকে, তাহলে তা হয়েছে ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পরে।”